খাগড়াছড়ির রামগড়স্থ সীমান্ত সুরক্ষার দায়িত্বে নিয়োজিত বর্ডার গার্ড বাংলাদেশ- বিজিবির রামগড় ব্যাটালিয়ন (৪৩ বিজিবি’র) পৃথক দুটি অভিযানে অবৈধ ভাবে সীমান্ত পথে রামগড়ে আনার সময় বিপুল পরিমান ভারতীয় আতশবাজি ও ঔষধ জব্দ করা হয়।
বুধবার (২৭ জুন) মধ্যরাতে জেলার রামগড় থানার অন্তর্গত ফেনী নদীরকুল ভারতীয় আতশবাজি ও বাগানবাজারের রুহুল আমিন চর ফেনী নদীরকুল হতে ভারতীয় ঔষধ জব্দ করে বিজিবি।
জানা যায়, এদিন মধ্যরাতে রামগড় ব্যাটালিয়ন (৪৩ বিজিবি) এর অধীনস্থ মহামুনি বিওপিতে কর্মরত সুবেঃ মো: জাহানুর ইসলাম এর নেতৃত্বে একটি টহল দল রামগড় থানার সীমান্ত ফেনী নদীরকুল হতে মালিকবিহীন ৪৭ হাজার ২১৬ পিস বিভিন্ন প্রকারের ভারতীয় আতশবাজি ও রাত ১০টার দিকে বাগানবাজার বিওপির কর্মরত না: সুবেদার মো: আল মামুন সিকদার এর নেতৃত্বে টহল দল রুহুল আমিন চর ফেনী নদীরকুল হতে মালিকবিহীন ১৩ হাজার পিস ভারতীয় ঔষধ জব্দ করেন।
রামগড় ব্যাটালিয়ন অধিনায়ক লেঃ কর্নেল সৈয়দ ইমাম হোসেন বলেন, সীমান্তে মাদক সহ যেকোন অবৈধ পন্যের অপতৎপরতা রোধে বিজিবি সচেষ্ট রয়েছে। চোরাকারবারিদের বিরুদ্ধে নিয়মিত অভিযান চলবে বলে তিনি জানান।