সারাদেশের ন্যায় খাগড়াছড়িতেও বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য আয়োজনে উদযাপিত হয়েছে।
সোমবার (১৯আগস্ট) দুপুরে খাগড়াছড়ি জেলা সদরের ভাঙ্গা ব্রিজ থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি প্রধান সড়ক প্রদক্ষিন করে শহরের পৌর টাউন হল বেলুন উড়িয়ে শুভ উদ্বোধন করা হয়। এ উপলক্ষে খাগড়াছড়ি জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল্লাহ আল নোমান সাগর’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি প্রবীণ চন্দ্র চাকমা।
আলোচনা সভায় বক্তারা বলেন, সারাদেশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ফলে স্বৈরাচার হাসিনা সরকারের পতনের মধ্য দিয়ে বাংলাদেশে নতুন সূর্য্যদয় হয়েছে। এ বিজয় সারা বাংলাদেশের জনগনের। এই বিজয় স্বৈরাচারের বিরুদ্ধে বিজয়। এই বিজয় সন্ত্রাসীদের বিরুদ্ধে বিজয়। বাংলাদেশের জনগন আজ স্বাধীন।
এ উপলক্ষে আলোচনা সভায় জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব নুর মোহাম্মদ হৃদয়ের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক এন এন আবছার, সহ-সভাপতি মংসুই থোয়াই চৌধুরী, সহ-সভাপতি ক্ষেত্র মোহন রোয়াজা, এ্যাডভোকেট আব্দুল মালেক মিন্টু, যুগ্ম সাধারন সম্পাদক মোশাররফ হোসেন সাংগঠনিক সম্পাদক আবদুর রব রাজা, জেলা যুব দলের সভাপতি মাহবুবুল আলম সবুজ, জেলা মহিলা দলের সভাপতি কুহেলী দেওয়ানসহ আরও অনেকে।