রাঙ্গামাটি জেলার বিলাইছড়ি উপজেলায় জাগ্রত ফুটবল টুর্ণামেন্ট কোয়ার্টার ফাইনালে উত্তীর্ণ যে ৮ দল।
মঙ্গলবার (৮ অক্টোবর)রাত ৮:০০ টায় এ তথ্য জানান জাগ্রত ফুটবল টুর্ণামেন্ট আয়োজক কমিটির সভাপতি শান্ত জিৎ তঞ্চঙ্গ্যা এবং সিনিয়র সদস্য সাগর চাকমা।
তারা আরও জানান, বৃহস্পতিবার ১০ অক্টোবর মাঠে খেলবে কুতুব দিয়া যুব সংঘ ক্লাব বনাম বিলাইছড়ি কলেজ। শুক্রবার ১১ অক্টোবর খেলবে জুমপহর স্পোর্টিং ক্লাব বাঙ্গালকাটা বনাম ধূপ্যাচর যুব সংঘ। শনিবার ১২ অক্টোবর খেলবে ধূপশীল যুব পরিষদ বনাম দীঘল ছড়ি যুব কল্যাণ সংঘ। সোমবার ১৪ অক্টোবর খেলবে কেরনছড়ি যুবসংঘ বনাম বহলতলী যুবসংঘ। প্রত্যেকটি খেলা অনুষ্ঠিত হবে বিকাল ৩:০০ টায়।
উপজেলা স্টেডিয়াম দীঘলছড়িতে জাগ্রত ফুটবল টুর্ণামেন্ট কমিটির আয়োজনে এবং উপজেলা প্রশাসন ও স্থানীয় সকলের সহযোগিতায় এই টুর্ণামেন্টের বাকী খেলা অনুষ্ঠিত হবে। এটে টুর্ণামেন্টটি সুস্থ ও সুন্দরভাবে সম্পন্ন করার জন্য সকলের সার্বিক সহযোগিতার কামনা করা হয়।