কাপ্তাই উপজেলার চন্দ্রঘোনা- রাইখালী ফেরি পথের চন্দ্রঘোনা লিচুবাগানের দিকে ফেরিঘাটে একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে কর্ণফুলী নদীতে পড়ে গেছে। ফেরির জন্য অপেক্ষায় থাকা ট্রাকটি চালকশূন্য থাকায় ভাগ্যক্রমে কোন হতাহত হয়নি।শনিবার (১৪ জুন) রাত সাড়ে ৮টার দিকে এই দুর্ঘটনা ঘটে।

চন্দ্রঘোনা ফেরিঘাটে ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে কর্ণফুলী নদীতে পড়ে যায়।
প্রত্যক্ষদর্শী সোহেল, আবু বকর, রাশেদ, উসিমং মারমা জানান, একটি খালি ট্রাক চন্দ্রঘোনা ফেরিঘাটের লিচুবাগান অংশে ফেরিতে উঠার জন্য অপেক্ষায় ছিল। পরে ফেরী আসতে দেরী হওয়ায় চালক ট্রাকটি পার্কিং-এ দাঁড় করিয়ে নেমে আসে। এসময় হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটি কর্ণফুলী নদীতে পড়ে যায়। ট্রাকটি নদী থেকে উঠানোর চেষ্টা চালান ফেরিকতৃপক্ষসহ ট্রাক সংশ্লিষ্টরা।
রাঙামাটি সড়ক ও জনপদ অধিদপ্তর এর উপ সহকারী প্রকৌশলী কির্তী নিশান চাকমা বলেন, “বিষয়টি শুনেছি। এটি টেনে তুলার জন্য ক্রেন আনা হচ্ছে। আশাকরি রাতের মধ্যেই এটি উঠিয়ে ফেলা সম্ভব হবে।”