“আমরা যদি থাকি সৎ—দেশ সংস্কার সম্ভব, গৌরব সংগ্রাম ও ঐতিহ্যের ৪৭ বছর” এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাজস্থলী উপজেলা বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) বেলা ১১ঘটিকায় রাজস্থলী বিএনপির অস্থায়ী কার্যলয় থেকে শুরু হয়ে উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে দলীয় কার্যালয়ে এসে উপজেলা শাখার আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এর আগে সকালে দলীয় কার্যালয়ে জাতীয় পতাকা ও দলীয় পতাকা এবং শান্তি পায়রা ওড়ানোর মধ্য দিয়ে শুরু হয় প্রতিষ্ঠা বার্ষিকীর কার্যক্রম।
আলোচনা সভার শুভ উদ্বোধন করেন মাস্টার খলিলুর রহমান শেখ, উপজেলা সভাপতি,এই অনুষ্ঠানের সভাপতিত্ব করেন প্রেমা তালুকদার, উপজেলা মহিলা দলের সভাপতি সঞ্চালনা করেন শিল্পী তঞ্চঙ্গ্যা, ।।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোছাম্মৎ নুরজাহান বেগম, সভাপতি জাতীয়তাবাদী মহিলা দল, রাঙামাটি জেলা শাখা, মোছাম্মৎ ছালেহা আক্তার, সাধারণ সম্পাদক রাঙ্গামাটি জেলা।
এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—মংঞো মারমা, সাধারণ সম্পাদক, উপজেলা বিএনপির মোঃ বাবলু, সাংগঠনিক সম্পাদক, উপজেলা বিএনপির ,মোছাম্মদ ফরিদা বেগম, সাধারণ সম্পাদক, উপজেলা মহিলা দলের।
এই ছাড়া আরো উপস্থিত ছিলেন, উপজেলা যুবদলের আহ্বায়ক, রুবেল হোসেন, ছাত্র দলের আহ্বায়ক, নাঈমুল ইসলাম রনি, কৃষক দলের সভাপতি বিশু সাহা, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মিনহাজ উদ্দিন, শ্রমিক দলের সভাপতি আব্দুল হামিদ, সহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ও আলোচনা সভায় উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত মহিলা দলের নেত্রী-কর্মীরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা বলেন, বিএনপি মহিলা দল শুধু একটি রাজনৈতিক সংগঠন নয়, বরং এটি নারীর অধিকার প্রতিষ্ঠা, গণতন্ত্র পুনরুদ্ধার এবং দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার সংগ্রামে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। ১৯৭৮ সালের প্রতিষ্ঠালগ্ন থেকে মহিলা দলের নেত্রীবৃন্দ দেশের বিভিন্ন আন্দোলন-সংগ্রামে অসামান্য অবদান রেখে চলেছেন।
তারা আরও বলেন, আজকের এই দিনে মহিলা দলের প্রতিটি নেতাকর্মীকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে দেশ ও জাতির কল্যাণে কাজ করে যেতে হবে।
প্রধান অতিথি নুরজাহান বেগম তার বক্তব্যে বলেন, “বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল শুধু একটি সংগঠন নয়, এটি নারী জাগরণের প্রতীক। দেশের সংকটময় মুহূর্তে মহিলা দল গণতান্ত্রিক আন্দোলনে সবসময় অগ্রণী ভূমিকা রেখেছে।”
সভাপতি প্রেমা তালুকদার বলেন, “আজকের দিনে আমাদের শপথ নিতে হবে—যে কোনো অন্যায়-অবিচারের বিরুদ্ধে আমরা সোচ্চার হব এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বে দেশকে গণতন্ত্রের পথে এগিয়ে নিয়ে যাব।”
দেশ আজ নানা সংকটে নিমজ্জিত। গণতন্ত্র, ভোটাধিকার ও মানবাধিকার পুনঃপ্রতিষ্ঠায় মহিলা দলের কর্মীরা ঐক্যবদ্ধভাবে কাজ করছে। তারা বলেন, সৎ নেতৃত্ব ও ত্যাগী কর্মীরাই দেশকে সংস্কারের পথে এগিয়ে নিতে পারে। এজন্য সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।