রাঙামাটির কাপ্তাই কেপিএম কয়লার ডিপু কর্নফুলী প্রকল্প শ্রী শ্রী হরি মন্দিরে শুক্রবার (১২ সেপ্টেম্বর) নব নির্বাচিত পরিচালনা পর্ষদ এর অভিষেক এবং শপথ বাক্য পাঠ অনুষ্ঠান মন্দির প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়েছে।
মন্দিরের পুরোহিত দেবাশীষ ভট্টাচার্য নব নির্বাচিত কমিটিকে শপথ বাক্য পাঠ করান। এসময় কর্ণফুলী প্রকল্প শ্রী শ্রী হরি মন্দির পরিচালনা পর্ষদের উপদেষ্টা সাবেক সাধারণ সম্পাদক তপন কুমার মল্লিক, উপদেষ্টা কাপ্তাই উপজেলা পুজা ফ্রন্টের সভাপতি মাস্টার জগদীশ দাশ, উপদেষ্টা সুধীর ধর, আশীষ বরন দাশ এবং ডা: এস, কে দাশ মঙ্গল প্রদ্বীপ প্রজ্জ্বলন করে অভিষেক অনুষ্ঠানের শুভ সুচনা করেন।
ভার্চুয়ালী যুক্ত হয়ে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মন্দির পরিচালনা কমিটির সভাপতি কেপিএম লিমিটেডের সাবেক এম.ডি প্রকৌশলী স্বপন কুমার সরকার। সহ অর্থ সম্পাদক আশুতোষ কুমার মল্লিক এর সঞ্চালনায় এসময় বক্তব্য রাখেন মন্দির পরিচালনা কমিটির কার্যকরি সভাপতি রতন কুমার মল্লিক, কাপ্তাই উপজেলা জন্মাষ্টমী উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক উৎপল ভট্টাচার্য, মন্দির পরিচালনা কমিটির নির্বাহী সদস্য ইউপি সদস্য নীলকান্ত মল্লিক, সাংগঠনিক সম্পাদক উজ্জ্বল মল্লিক, শ্যামল মল্লিক। স্বাগত বক্তব্য রাখেন মন্দির পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক রূপক মল্লিক রাতুল। পরে ভক্তদের মাঝে শ্রী হরি প্রসাদ বিতরণ করা হয়।