রাঙামাটি জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট মামুনুর রসিদ মামুন বলেছেন, “মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এই দেশের মানুষকে আত্মনির্ভরতার পথ দেখিয়েছিলেন। তিনবারের প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া দেশের অবকাঠামো, শিক্ষা, স্বাস্থ্য ও নারীর ক্ষমতায়নে যুগান্তকারী অবদান রেখে গেছেন। আর আজকের তরুণ প্রজন্মসহ সর্বস্তরের মানুষের জন্য নতুন আশার আলো হয়ে উঠেছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা কর্মসূচি। এই কর্মসূচি বাস্তবায়ন করতে হলে ধানের শীষকে বিজয়ী করতেই হবে। ধানের শীষই গণতন্ত্র, অধিকার ও মুক্তির প্রতীক।”
তিনি আরও বলেন, “গত ১৫ বছরে দেশে উন্নয়নের নামে চলছে লুটপাট, দমননীতি ও গণতন্ত্র হত্যার মহোৎসব। মানুষের ভোটাধিকার কেড়ে নেওয়া হয়েছে। বিএনপির ৩১ দফা কর্মসূচি সেই অন্ধকার থেকে জাতিকে মুক্তি দিয়ে একটি গণতান্ত্রিক ও সমৃদ্ধ রাষ্ট্র গড়ে তুলবে। নারী-পুরুষ আজ সমাজ ও রাষ্ট্র গঠনের অগ্রভাগে রয়েছে। তাই ধানের শীষের বিজয় নিশ্চিত করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। এই বিজয়ই হবে একটি নতুন, গণতান্ত্রিক বাংলাদেশের ভিত্তি”।
শনিবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে রাজস্থলী উপজেলা মডেল মসজিদ সম্মেলন কক্ষে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নে জনসচেতনতা সৃষ্টি এবং রাজস্থলী উপজেলা ও ইউনিয়ন-ওয়ার্ড বিএনপিকে শক্তিশালী করার লক্ষ্যে আয়োজিত এক সাংগঠনিক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সভায় আরও বক্তব্য রাখেন-জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম সাকিল, যুগ্ম সম্পাদক দেবজ্যোতি চাকমা, কাপ্তাই উপজেলা বিএনপির সভাপতি লোকমান, রাজস্থলী উপজেলা বিএনপির সভাপতি মাষ্টার খলিলুর রহমান শেখ, সাধারণ সম্পাদক মঞো মারমা, সাংগঠনিক সম্পাদক বাবলু মিয়া, সিনিয়র সহ-সভাপতি আবুল হাসেম মেম্বার, সহ-সভাপতি মুইথুইঅং মারমা ও সগির আহম্মদ, উপজেলা যুগ্ম সম্পাদক রফিক আহম্মদ, জেলা বিএনপির সহ-দপ্তর সম্পাদক নাছির উদ্দিন, যুবদলের সদস্য সচিব উজ্জ্বল কান্তি তঞ্চঙ্গ্যা, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক নাইমুল ইসলাম রনি, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মিনহাজ উদ্দিন ও সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, কৃষক দলের আহ্বায়ক বিষু সাহা ও সাধারণ সম্পাদক সুমন খান, ঘিলাছড়ি বিএনপির সভাপতি ভুবনমোহন তঞ্চঙ্গ্যা ও সাধারণ সম্পাদক বেলাল হোসেন, গাইন্দ্যা ইউনিয়ন বিএনপির সভাপতি নুরুল আলম মেম্বারসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
এছাড়া বাঙ্গালহালিয়া, গাইন্দ্যা, ঘিলাছড়ি ইউনিয়নসহ রাজস্থলী উপজেলার সর্বস্তরের বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা একযোগে বলেন, তারেক রহমানের ঘোষিত ৩১ দফা কর্মসূচি হলো দেশের সার্বিক উন্নয়ন ও গণতন্ত্র পুনরুদ্ধারের রূপরেখা। তাই আগামীর নির্বাচনে ধানের শীষের বিজয়ের মাধ্যমে এই কর্মসূচি বাস্তবায়ন নিশ্চিত করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।