দক্ষিণ চট্টগ্রামের চন্দনাইশে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৪৫০ পিস ইয়াবাসহ মোছাম্মৎ লাকি আক্তার নামে এক নারী মাদক ব্যবসায়ীকে আটক করেছে সেনাবাহিনী। চন্দনাইশ উপজেলার দোহাজারী ডাকবাংলো এলাকা থেকে মঙ্গলবার (০৭ অক্টোবর) দিবাগত রাতে মাদক ব্যবসায়ী লাকি আক্তার কে আটক করা হয়। আটককৃত মোছাম্মৎ লাকি আক্তার (৩২) ওই এলাকার জাফর আহম্মেদের মেয়ে।
চন্দনাইশ ক্যাম্পের কমান্ডার ক্যাপ্টেন আরেফ আসমার জয় জানান, দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা চালিয়ে যাচ্ছিলেন লাকি আক্তার। তিনি দিনে কাপড় সেলাইয়ের কাজ করতেন আর রাতে বাড়িতে মাদক বিক্রি করতেন এবং তাদের একটি মাদক কারবারি দল রয়েছে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে দোহাজারী পৌরসভার ৬ নং ওয়ার্ডের ডাকবাংলো এলাকায় অভিযান চালিয়ে ৪৫০ পিস ইয়াবাসহ লাকি আক্তার কে আটক করা হয়। পরে ইয়াবাসহ তাকে চন্দনাইশ থানায় হস্তান্তর করা হয়। চন্দনাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সারোয়ার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।