২০২৫-২০২৬ অর্থ বছরে রবি মৌসুমে কৃষি বিভাগের প্রনোদনা কর্মসূচীর আওতায় রাঙামাটির কাপ্তাই উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।
এসময় কাপ্তাই উপজেলার ৫ টি ইউনিয়ন এর ৪ শত ৭০ কৃষকের মাঝে উফশী ধান, হাইব্রিড, সরিষা, সূর্য্মুখী, অড়হড়, বাড়ির আঙ্গিনায় শীতকালীন সবজি, লাউ, বেগুন, মিষ্টি কুমড়া এবং শসার বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়।
সোমবার (১৭ নভেম্বর) সকাল ১১ টায় কাপ্তাই উপজেলা কৃষি বিভাগ চত্বরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কৃষকদের মাঝে এই কৃষি উপকরণ তুলে দেন কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মো রুহুল আমিন। এসময় তিনি বলেন, বাংলাদেশ কৃষিতে স্বয়ংসম্পূর্ণ। এর অবদান সম্পূর্ণ কৃষকদের। কৃষকদের শ্রম ও মেধায় আজ বাংলাদেশের কৃষি বহিবিশ্বে সমাদৃত। সরকার সবসময় কৃষকদের পাশে আছেন এবং ভবিষ্যতেও থাকবেন।
উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো: আহসান হাবীব এর সভাপতিত্বে এসময় উপজেলা বিআরডিবি কর্মকর্তা আব্দুল্লাহ আল বাকের, কাপ্তাই প্রেসক্লাব সাধারণ সম্পাদক ঝুলন দত্ত সহ কৃষি বিভাগের উপ সহকারী কৃষি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


















