রবিবার, মার্চ ২৬News That Matters

নানিয়াচরে বৈদ্যুতিক লাইন ঘেষে নির্মাণ হচ্ছে ভবন

শেয়ার করুন:

রাঙামাটির নানিয়াচর সেতু এলাকা সদর বাজারে ১১ কে,ভি শক্তিসম্পন্ন বিদ্যুৎ সঞ্চালন লাইনের খুঁটি ও বিদ্যুতের লাইন ঘেষে ভবন নির্মাণ করা হচ্ছে।

সরেজমিনে সেখানে গিয়ে দেখা যায়, নির্মান শ্রমিকরা অতি ঝুঁকিতে ভবনের কাজ করে যাচ্ছে। রাঙামাটির নানিয়াচর সেতু এলাকায় সদর বাজারে বিদ্যুৎ সঞ্চালন লাইনের খুঁটির ঘিরে ভবন নির্মাণ করছেন স্থানীয় বাসিন্দা ধনঞ্জয় মল্লিক।

এ বিষষে ধনঞ্জয় মল্লিক বলেন, সেতু নির্মাণ পরে নতুন সড়ক হওয়ায় অধিগ্রহণকৃত জায়গায় তার এই জায়গাটি পরেনি এবং ভবনটি সড়কের উপরে জায়নি।

মহালছড়ি বিদ্যুৎ বিভাগের আবাসিক প্রৌকশলী (ভারপ্রাপ্ত) জিয়া উদ্দিন বলেন, নিয়ম অনুযায়ী বৈদ্যুতিক খুটির ৯ ফুট নিচে ভবন তৈরী করতে হবে এবং খুটির পাশে ভবন নির্মান ঝুকিপূর্ণ এ বিষয়ে ভবন মালিক থেকে কনো প্রকার আবেদন বিদ্যুৎ বিভাগে দেওয়া হয়নি অবগত করেনি।

নানিয়াচর উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, বৈদ্যুতিক খুটি ও সড়কের পাশ ঘেষে ভবন নির্মাণের বিষয়টি আমরা অবগত হয়েছি ও এ বিষয়ে উপজেলা প্রশাসনে পক্ষ হতে যথাযথ ব্যবস্থা নেয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *