রাঙামাটির কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মুনতাসির জাহান বলেন, প্রকৃতির অনিন্দ্য সুন্দর কাপ্তাই উপজেলায় পর্যটনের অপার সম্ভাবনা রয়েছে। এইখানে যেদিকে চোখ মেলে তাকাই পাহাড় নদী আর সবুজের সমারোহ লক্ষ্য করা যায়। এই উপজেলায় বেশ কয়েকটি ঝর্ণা আছে। এই ঝর্ণার সৌন্দর্য্য কাজে লাগিয়ে স্থানীয় কমিউনিটিকে সম্পৃক্ত করে কমিউনিটি ট্যুরিজম কে আরোও বিকশিত করা যায়।
তিনি শনিবার বিকেলে কাপ্তাই উপজেলার ৫ নং ওয়াগ্গা ইউনিয়ন এর ৫ নং ভাইজ্জাতলি পাড়ায় পাড়া কেন্দ্রে কমিউনিটি বেইজড ট্যুরিজম নিয়ে স্থানীয়দের সাথে মতবিনিময় কালে একথা বলেন।
এইসময় স্থানীয়রা বলেন, এই এলাকায় অবকাঠামো উন্নয়ন করা গেলে প্রচুর পর্যটক আসবে।
১০০ নং ওয়াগ্গা মৌজার হেডম্যান অরুণ তালুকদার এর সভাপতিত্বে ৫ নং ওয়ার্ডের ইউপি সদস্য তপন তনচংগ্যার সঞ্চালনায় এইসময় বক্তব্য দেন চন্দ্রঘোনা খ্রীস্টিয়ান মিশন হাসপাতালের পরিচালক ডাঃ প্রবীর খিয়াং, কাপ্তাই খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা নিপু চন্দ্র দাশ, কাপ্তাই উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক বির্দশন বড়ুয়া, উপজেলা স্কাউটস এর সাধারণ সম্পাদক মাহাবুব হাসান বাবু, কাপ্তাই প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ঝুলন দত্ত, স্থানীয় কার্বারী চিত্তসেন কার্বারী ও রনজিত কার্বারী, স্থানীয় অধিবাসী সুনিল তনচংগ্যা ও হ্রদয় তনচংগ্যা।