পাহাড়ে চলমান ভাতৃঘাতি সংঘাত বন্ধের আহবান জানিয়েছেন রাঙামাটির সাজেকের এলাকাবাসী।
পাহাড়ের আঞ্চলিক সংগঠন জনসংহতি সমিতি জেএসএস ও ইউপিডিএফকে ঐক্যবদ্ধ হয়ে পাহাড়িদের অধিকার আদায়ের আন্দোলনে সামিল হওয়ার দাবি জানানো হয়েছে।
আজ সকাল সাড়ে নয়টায় সাজেকের বাঘাইহাট নাঙ্গলমারা উজোবাজারে কয়েকশ নারীপুরুষ মানববন্ধন করেছেন।
এসময় ‘ভাতৃঘাতি সংঘাত নয় আন্দোলন চাই, ভাতৃঘাতি সংঘাত হলো আত্মঘাতী, ইউপিএফ-জেএসএস ঐক্যবদ্ধ আন্দোলন চাই- ইত্যাদি দাবি সংবলিত ব্যানার ফেস্টুন নিয়ে মানববন্ধনে অংশ নেন এলাকাবাসী।
মানববন্ধনে বক্তব্য রাখেন চিত্ত রঞ্জন কারবারী, ইউপি সদস্য তাপস চাকমা, নতুনজয় চাকমা কারবারী, মিলা চাকমা, পুরনজয় চাকমা প্রমূখ।
এছাড়া সাজেক ইউনিয়নের হাজাছড়া, বিজানন্দারাম, মাসালং ও বঙ্গলতলী এলাকায় সকাল সাড়ে নয়টায় একযোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়। আধঘন্টা ব্যাপ্তির এ মানববন্ধনের সমাপ্তি হয় সকাল দশটায়।