বাঘাইছড়িতে পরিবার পরিকল্পনা বিভাগের উদ্দ্যোগে গত ২০-২২ শে সেপ্টেম্বর তিনদিন ব্যাপী ব্যাপক উৎসাহ উদ্দীপনা এবং জনসাধারণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মধ্যে দিয়ে পালিত হয়েছে সল্প মেয়াদী পরিবার পরিকল্পনা পদ্ধতির বিশেষ ক্যাম্প।
তিন দিন ব্যাপী অনুষ্ঠিত এই বিশেষ ক্যাম্পে অস্থায়ী পদ্ধতির সেবা প্রদান সহ, দীর্ঘ মেয়াদী এবং স্হায়ী পদ্ধতির সেবা, কিশোর-কিশোরীদের সেবা,সাধারণ রোগী সেবা ,গর্ভকালীন সেবা নিশ্চিত করা হয়েছে।
বাঘাইছড়ি পরিবার পরিকল্পনা বিভাগের চিকিৎসক কর্মকর্তা ডাঃ রবিন ভট্টাচার্য জানান এই বিশেষ সেবা ক্যাম্প আয়োজনের মাধ্যমে দূর দূরান্ত এবং দূর্গম এলাকার জনসাধারণকেও সেবা প্রদান করা হয়েছে।মাঠকর্মীগন উঠান বৈঠকের আয়োজনের মাধ্যমে উক্ত সেবাসমূহ জনগনের দোরগোড়ায় পৌঁছে দিয়েছেন।
বাঘাইছড়ির সকল ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে এবং স্যাটেলাইট ক্লিনিকের মাধ্যমে একই সেবার আয়োজন করা হয়েছে। বিস্তৃত পরিসরে এই সেবা প্রদানের মাধ্যমে বিশেষ ক্যাম্প আয়োজন সফল হয়েছে বলে জানান কর্মকর্তা ডাঃ রবিন ভট্টাচার্য।