নানিয়ারচরে আগামী ৯ নভেম্বর (বুধবার) দিনব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলা ও উদ্ভাবনী অলিম্পিয়াড আয়োজন করা হচ্ছে।
এই মেলা অনুষ্ঠানের লক্ষ্যে ৩০ অক্টোবর (রবিবার) নানিয়ারচর উপজেলা নির্বাহি কর্মকর্তার অফিস কক্ষে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
এতে সভাপতিত্ব করেন নানিয়ারচর উপজেলা নির্বাহি কর্মকর্তা মোঃ-ফজলুর রহমান। সভায় মেলার লক্ষ্য ও উদ্দেশ্য এবং কার্যক্রম তুলে ধরে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রগতি চাকমা,উপজেলা ভাইস চেয়ারম্যান নূরজামাল হাওলাদার, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরিকল্পনা কর্মকর্তা ডাঃ নূয়েন খীসাসহ সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের পদস্থ কর্মকর্তারা।
এবারের উদ্ভাবনী মেলাকে তিনটি গ্রুপে বিভক্ত করা হবে।
এবং চারটি প্যাভিলিয়নে এই মেলা অনুষ্ঠিত হতে যাচ্ছে এবার।প্যাভিলিয়ন সমূহ হল, উদ্ভাবনী উদ্যোগ এবং স্টার্টআপ,ডিজিটাল সেবা, হাতের মুঠোয় সেবা, শিক্ষা দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থান।