রাঙামাটি রাজস্থলী উপজেলায় ডিজিটাল উদ্ভাবনী মেলা উদ্বোধন হয়েছে।
৮ নভেম্বর সকালে রাজস্থলী উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদে ফিতা কেটে মেলার উদ্বোধন করেন রাজস্থলী উপজেলা পরিষদের চেয়ারম্যান উবাচ মারমা।
স্টল পরিদর্শন শেষে উপজেলা হল রুমে আয়োজিত আলোচনা সভায় মিলিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শান্তনু কুমার দাশ।
প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান উবাচ মারমা, বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অংনুচিং মারমা, মহিলা ভাইস চেয়ারম্যান উচসিন মারমা, ডা. রুইহলাঅং মারমা, প্রাণী সম্পদ কর্মকর্তা তারেখ মাহমুদ, কৃষি অফিসার মাহবুব আলম রনি, ওসি তদন্ত সামশু উদ্দিন, ঘিলাছড়ি ইউপি চেয়ারম্যান রবার্ট ত্রিপুরা, গাইন্দ্যা ইউপি চেয়ারম্যান পুচিংমং মারমাসহ উপজেলার বিভিন্ন অধিদপ্তরের কর্মকর্তা কর্মচারী ও উপজেলার বিভিন্ন ইউনিয়নের মেম্বার ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক বৃন্দ ও শিক্ষার্থীরা।
মেলায় ২৪টি স্টলে উপজেলা পর্যায়ের সকল মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক স্কুল কলেজ সংযুক্ত করে উদ্ভাবনী অলিম্পিয়াড আয়োজন করা হয়।
এছাড়া ৪র্থ শিল্প বিপ্লব বিষয়ে অনলাইন কুইজ প্রতিযোগিতা এবং শিক্ষা প্রতিষ্ঠানকেন্দ্রিক উদ্ভাবনী অলিম্পিয়াড প্রদর্শন করা হয়।
মেলায় সরকারি-বেসরকারি দপ্তরসমূহের অংশগ্রহণে মেলার স্থানে নাগরিকবান্ধব ডিজিটাল সেবা প্রদানের ব্যবস্থার পাশাপাশি সেবা প্রদান প্রক্রিয়া অবহিতকরণ, উন্নয়ন এবং সেবা সম্পর্কে নাগরিকদের মতামত গ্রহণের ব্যবস্থা রাখা হয়।
উদ্ভাবনী মেলাতে স্থানীয় উদ্ভাবনসমূহ প্রদর্শনের ব্যবস্থা করা হয়।
অনুষ্ঠান শেষে তিন ক্যাটাগরিতে প্রথম, দ্বিতীয়, তৃতীয় স্থান অধিকারীদের পুরস্কার বিতরণ করা হয়।