রাঙামাটির নানিয়ারচরে বেগম রোকেয়া দিবসে জয়ীতা সম্মাননা পেয়েছে বাংলাদেশ জাতীয় ফুটবল টিমের গোলরক্ষক রুপনা চাকমার মা।
৯ ডিসেম্বর বেগম রোকেয়া দিবস উপলক্ষে শুক্রবার সকালে উপজেলা পরিষদের মিলনায়তন কক্ষে উপজেলা প্রশাসন এবং উপজেলা মহিলা অধিদপ্তর এর আয়োজনে সম্মাননা স্মারক এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে জয়ীতা সম্মাননা হিসেবে রুপনা চাকমার মা কালা সোনা চাকমা সম্মাননা স্মারক গ্রহন করেন।
এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ফজলুর রহমানের সভাপতিত্বে উপজেলা চেয়ারম্যান প্রগতি চাকমা ভাইস চেয়ারম্যান নুরুজ্জামান হাওলাদার উপজেলা মহিলা অধিদপ্তর কর্মকর্তা ধীমান চাকমা প্রমুখ উপস্থিত ছিল।