“দুর্নীতি করাল গ্রাস জাতির জন্য সর্বনাশ, দুর্নীতি বিরুদ্ধে ঐক্য বদ্ধ ” এই স্লোগান কে সামনে রেখে আন্তর্জাতিক দুর্নীতি দিবস ২০২২ উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
৯ ডিসেম্বর (শুক্রবার) সকাল ১০টায় রুমা উপজেলায় ২নং রুমা সদর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গন থেকে বর্ণাঢ্য ও মানববন্ধন করা হয়।
ইউনিয়ন পরিষদ প্রাঙ্গন থেকে বর্ণাঢ্য শুরু করে রুমা বাজারের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষীন শেষে পুনরায় ইউনিয়ন পরিষদের প্রাঙ্গনে এসে সমবেত হয়।
পরে ইউনিয়ন পরিষদের মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মামুন শিবলী।
এতে অন্যান্যের মধ্যে উপস্থিত থেকে বক্তব্য দেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নুম্রাউ মারমা, উপজেলা ভাইস চেয়ারম্যান থাংখাম লিয়ান বম, উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের ক্রেডিট সুপারভাইজার খালেদ রাউজান ও রুমা থানার উপপরিদর্শক সমীর মজুমদার।
সভায় সভাপতিত্ব করেন রুমা উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি সহ- সভাপতি লাল নোন নোয়াম বম।
রুমা উপজেলায় সরকারি বেসরকারী সংস্থা কর্মকর্তাগন, রুমা সাঙ্গু কলেজের শিক্ষার্থী, রুমা আবাসিক বিদ্যালয়ের শিক্ষার্থী, অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী , জনপ্রতিনিধি সহ বিভিন্ন সামাজিক সংগঠনের নারীরা স্বত;স্ফূর্ত অংশগ্রহন করেন।