রাঙামাটির জুরাছড়ি উপজেলায় মোবাইল ব্যাংকিং বিকাশ, নগদ নম্বর ব্যবহার করে একটি প্রতারক চক্র মোবাইলে বিকাশ ও নগদের ভুয়া ক্ষুদে বার্তা পাঠিয়ে সাধারণ মানুষ ও সরকারি কর্মচারীদের থেকে টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ পাওয়া গেছে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পলাশী চাকমা বলেন, আপনার বিকাশ একাউন্টে থানার ওসি স্যারের কিছু টাকা ভুলে আপনার নম্বরে ক্যাশ ইন হয়েছে। এ টাকাগুলো দ্রুত ফেরত দিন। দ্রুত না পাঠালে আপনাকে তুলে আনতে পুলিশের ফোর্স পাঠানো হবে বলে হুমকি দেয়া হয়।
আমি সহজ-সরল মনে আমার স্বামী বাজারে গিয়ে ১৫ হাজার টাকা 01894-370806 নাম্বারে পাঠিয়ে দিই। পরে মোবাইলে ব্যালেন্স চেক করে দেখি আমার মোবাইলে কোন টাকা ক্যাশ ইন হয়নি। ক্ষুদে বার্তাটি ভাল করে দেখি ভুয়া।
এদিকে সমাজ সেবা বিভাগের সমাজ কর্মী শিস্প্রা রানী দে জানান, শুক্রবার সন্ধ্যায় রাঙামাটি কোতোয়ালি থানার ওসি মাসুদ কামাল পরিচয় দিয়ে মোবাইলে মামলার ভয় দেখিয়ে দ্রুত ১৬ হাজার টাকা পাটাতে বলেন।
দেরী হওয়াই অকথ্য ভাষায় গালামন্ড করে। পরে ভয় পেয়ে টাকাগুলো পাঠিয়ে দিই।
জুরাছড়ি থানার ওসি মোঃ শফিউল আজম বলেন, এটি একটি প্রতারক চক্র।
ওসি এ প্রতারকের ফাঁদে ধরা না দেওয়ার জন্য অনুরোধ জানান।
প্রয়োজনে যে কোন সহযোগিতার জন্য অফিসার ইনচার্জ এর ব্যবহৃত মোবাইল ০১৮২১-৬৯৩৫৩৪ নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ করেন।
তিনি আরো বলেন, প্রতারক চক্রে বিরুদ্ধে আইনুক পদক্ষেপ নেওয়া হচ্ছে।