খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলা ও ফটিকছড়ি উপজেলার সীমান্তবর্তি কাঞ্চননগর বটতলী এলাকা থেকে বিপুল পরিমাণ অস্ত্র, গোলাবারুদ এবং আইইডি সরঞ্জামাধিসহ পাঁচ সশস্ত্র সন্ত্রাসীকে আটক করেছে সেনাবাহিনী।
শরিবার (২৫ ফেব্রুয়ারি) ভোর ৪টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে মানিকছড়ি ও ফটিকছড়ি উপজেলার সীমান্তাবর্তি কাঞ্চননগর বটতলী এলাকায় সশস্ত্র সন্ত্রাসীগোষ্ঠী অবস্থান কারে তাদের সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে যাচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে গুইমারা রিজিয়নের তত্বাবধায়নে সিন্দুকছড়ি জোন বিশেষ অভিযান পরিচালনা করে।
অভিযানকালে অস্ত্র, গোলাবারুদ এবং আইইডি সরঞ্জামাধি উদ্ধার করা হয়। এ সময় পাঁচ সশস্ত্র সন্ত্রাসীকে আটক করে সেনা সদস্যরা। ভোর ৪টা থেকে সকাল ১০টা পর্যন্ত টানা ৬ ঘন্টা অভিযান চালিয়ে ঘটনাস্থল থেকে একটি একে-৪৭, একটি এম-১, একটি একে-২২, ৪টি মর্টার, একটি চায়না পিস্তল, একটি ম্যাগাজিন, একটি এলজি সর্ট ব্যারেল রাইফেল, ৬টি মোবাইল সেট, ৩৭টি কাঁচের বোতল, ভারতীয় মুদ্রা ১১০ রুপি, পাঁচ সেট ইউনিফর্ম ও তাজা গুলি উদ্ধার করা হয়।
পরে উদ্ধারকৃত সরঞ্জামাধধিসহ আটককৃত পাঁচ সশস্ত্র সন্ত্রাসীকে সিন্দুকছড়ি জোনের মানিকছড়ি সেনা ক্যাম্পে নিয়ে আসা হলে দুপুর আড়াইটার দিকে ফটিকছড়ি থানা পুলিশের কাছে হস্তান্তর করেন সিন্দুকছড়ি জোন কমান্ডার লে. কর্ণেল পারভেজ মোস্তফা, পিএসসি, জি। তবে আটকৃত সশস্ত্র সন্ত্রাসীদের নাম পরিচয় সম্পর্কে কোনো তথ্য দিতে পারেনি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।
তবে স্থানীয় সূত্রে তারা মগ পার্টির সদস্য বলে জানা গেলেও আইনশৃঙ্খাবাহিনী সে ব্যাপারে কোনো তথ্য দিতে পারেনি। সত্যি যদি তারা মগ পার্টির সদস্য হয়, তাহলে এই প্রথম খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলা ও ফটিকছড়ি সীমান্তবর্তি এলাকায় তাদের অবস্থান এবং কর্মকান্ড বলে ধারণা করা হচ্ছে।
এ ঘটনাকে কেন্দ্র করে মানিকছড়ি ও ফটিকছড়ি উপজেলার সীমান্তবর্তি কাঞ্চননগর বটতলী এলাকায় এক ধরণের আতঙ্ক বিরাজ করছে।