রাঙামাটির জুরাছড়ি উপজেলার বনযোগীছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও নব্য আওয়ামীলীগে যোগদানকৃত সদস্য সন্তোষ বিকাশ চাকমাকে হত্যা চেষ্টা করা হয়েছে বলে খবর পাওয়া গেছে।
শুক্রবার রাত ৯ টার দিকে নিজ বাড়িতে এ ঘটনা ঘটে। খোঁজ নিয়ে জানা গেছে, বনযোগীছড়া সেনা বাহিনীর জোন সদর দপ্তরের পূর্বে এক কিলোমিটার দূরে চেয়ারম্যান পাড়া। নিজ বাড়ি থেকে রাত ৯টায় নিজ বাড়ীর ৪০ মিটার দূরে অজ্ঞাত মূখে কাপড় পরিহিত ৬ জন অস্ত্রধারী ওত পেটে থাকে।
বিষয়টি খবর পেয়ে রাতে চেয়াম্যান ঘর থেকে কোন রকমে পালিয়ে যায়। বনযোগীছড়া ইউপি চেয়ারম্যান সন্তোষ বিকাশ চাকমা বলেন, এমন ঘটনা ঘটবে কল্পনা করিনি। তবে এ স্বশস্ত্র দলের সদস্যরা কোন দলের ছিলেন তা জানতে পারেনি।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য প্রর্বতক চাকমা জানান, শান্তিপূর্ণ পরিবেশেকে বিশৃঙ্খলা সৃষ্টি কারিদের তীব্র নিন্দা জানাচ্ছি।
তার পাশাপাশি ঘটনার জরিতদের চিহ্নত করে দ্রুত আইনের আওয়াতায় আনার দাবী করছি।
জুরাছড়ি থানার ওসি মোঃ আলমগীর হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে জানান, বিষয়টি খবর পেয়ে অদ্বিতীয় দুই সেনা বাহিনীর জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জুলকিফলী আরমান বিখ্যাত পিএসসিসহ দ্রুত ঘটনা স্থলে পৌঁছালে সন্ত্রাসীরা পালিয়ে যায়।
তিনি আরো বলেন, ভুক্তভোগী চেয়ারম্যান সন্তোষ বিকাশ চাকমা এখনো সাধারণ ডাইরি করেনি। জিডি করলে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।
জানা যায়, সন্তোষ বিকাশ চাকমা আগে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির সমর্থন পেয়ে নির্বাচন করে জয়ী হন। সর্বশেষ নির্বাচনে জনসংহতি সমিতির মনোনয়ন পাননি। তবুও নির্বাচনে জয়ী হন। জয়ী হয়ে কিছুদিন আগে আওয়ামীলীগে যোগ দেন।