প্রতি বছরের ন্যায় এবারও কাঁচালং নদীতে ফুল ভাসানোর মধ্যে দিয়ে রাঙামাটির বাঘাইছড়িতে পাহাড়ের ঐতিহ্যবাহী বিঝু উৎসব শুরু হয়েছে
১২ এপ্রিল বুধবার সকালে সূর্য দ্বয়ের সাথে সাথেই উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে দলে দলে হাজারো দর্শনার্থী বর্ণাট্য শোভা যাত্রা নিয়ে ফুল হাতে কাঁচালং নদীর পারে এসে জড়ো হতে থাকে।
সকালে উপজেলা নির্বাহী অফিসার রুমানা আক্তার এর নেতৃত্বে পৌরসভার বাবু পাড়া থেকে প্রথমে শোভা যাত্রা বের হয় এর পরপরই বঙ্গলতলী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জ্ঞান কারবারি চাকমা ও খেদারমারা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বিল্টু চাকমা, মারিশ্যা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আপন চাকমা এবং রুপকারী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জেসমিন চাকমার নেতৃত্বে বিশাল শোভা যাত্রা করে কাঁচালং নদীতে ফুল ভাসানোর জন্য জড়ো হয়। পরে সবাইকে সাথে নিয়ে নদীতে ফুল ভাসান উপজেলা নির্বাহী অফিসার রুমানা আক্তার।
এসময় ফুলে ফুলে পুরো কাঁচালং নদী ভরে উঠে। নদীতে ফুল ভাসানোর মধ্যে দিয়ে মুলত পাহাড়ের অধিবাসীগন পুরাতন বছরকে বিদায় ও নতুন বছরকে স্বাগত জানান। বিঝু উৎসব চলবে টানা তিনদিন।