পবিত্র রমজান উপলক্ষে কর্মহীন, অসহায় ও দরিদ্র মাদ্রাসার ছাত্র- ছাত্রীদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেছে খাগড়াছড়ি রিজিয়নের দীঘিনালা সেনা জোন।
মঙ্গলবার সকাল ১০টায় উপজেলার কবাখালী ইউনিয়নের হাচিনসন পুর এলাকার আল হেরা কিন্ডার গার্ডেন একাডেমী মাদ্রাসা মাঠে এ ইফতার সামগ্রি বিতরণ করেন দীঘিনালা জোনের অধিনায়ক লেঃ কর্নেল রুমন পারভেজ।
এসময় তিনি বলেন, ‘পবিত্র রমজান মাস উপলক্ষে দুর্গম পাহাড়ি এলাকায় বসবাসরত অসহায় ও দরিদ্র ছাত্র- ছাত্রীদের সহযোগিতায় এগিয়ে এসেছে সেনাবাহিনী। আগামী দিনেও মানুষের সহযোগিতায় সেনাবাহিনীর এই উদ্যোগ অব্যাহত থাকবে।
এসময় হাচিনসন পুর এলাকায় বসবাসরত দুস্থ অসহায় ও দারিদ্র ৬৫ জন মাদ্রাসার ছাত্র- ছাত্রীদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। এর মধ্যে চাল, আটা, তেল, ডাল, চিনি, লবন খেজুর ও চা পাতা সম্মিলত খাদ্যের প্যাকেট বিতরণ করা হয়।
খাদ্য সামগ্রী বিতরণকালে দীঘিনালা সেনা জোনের জোনাল স্টাফ অফিসার মেজর নুর নাফিজ ইসলাম, ওএসপি, পিএসসি, লেঃ আবদুল্লা আল আজমী, এসএম অনারারী লেঃ এ কে এম নওরোজ ইসলাম উপস্থিত ছিলেন।