সম্প্রতি রাঙামাটির কাপ্তাই উপজেলায় অতিবৃষ্টিতে ক্ষতিগ্রস্থ ৪০ জন কৃষকের মাঝে জনপ্রতি ৫ কেজি হারে মোট ২শত কেজি আমন ধান বীজ বিনামূল্যে বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (২৪ আগষ্ট) সকালে কাপ্তাই উপজেলা পরিষদ চত্বরে ক্ষতিগ্রস্থ এই কৃষকদের মাঝে আমন ধান বীজ বিতরণ করা হয়।
বিতরণ অনুষ্ঠানে কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার মোঃ মহিউদ্দীন এর সভাপতিত্বে এবং উপজেলা কৃষি অফিসার মোঃ ইমরান আহমেদ এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙামাটি জেলা পরিষদ সদস্য অংসুই ছাইন চৌধুরী।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাপ্তাই উপজেলা পরিষদ এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ নাছির উদ্দীন, ৪ নং কাপ্তাই ইউপি চেয়ারম্যান প্রকৌশলী আব্দুল লতিফ, ১ নং চন্দ্রঘোনা ইউপি চেয়ারম্যান আক্তার হোসেন মিলন এবং ৩ নং চিৎমরম ইউপি চেয়ারম্যান ওয়েশ্লিমং চৌধুরী প্রমুখ।
প্রসঙ্গত, সাম্প্রতিক টানা বর্ষণে কাপ্তাই উপজেলার ৫টি ইউনিয়নের প্রায় ৫০ একর কৃষি জমি পাহাড় ধস এরং পানিতে তলিয়ে গিয়ে ব্যাপক ক্ষতিগ্রস্থ হয়। যার ফলে ক্ষতির সম্মূখীন হয় স্থানীয় প্রান্তিক কৃষকেরা। তারই প্রেক্ষিতে কাপ্তাই উপজেলা কৃষি অধিদপ্তর এর উদ্যোগে ক্ষতিগ্রস্থ ২শত কৃষকের মাঝে আমন ধান বীজ বিনামূল্যে বিতরণ করা হয়েছে।