রাঙামাটি প্রতিনিধি পর্যটন দিবসে রাঙামাটিতে নানান কর্মসূচি; চারদিনের পর্যটন মেলা বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে রাঙামাটিতে র্যারী আলোচনা সভা ও রাঙামাটি জিমনেসিয়াম মাঠে চার দিনের পর্যটন মেলার আয়োজন করা হয়েছে। মেলায় ৫৯ টি স্টল দেওয়া হয়েছে। এতে রাঙামাটিতে তৈরি বিভিন্ন পন্য, আদিবাসী পোশাক, খাদ্য বইক্রয় প্রদর্শনী স্থান পেয়েছে। এ মেলার মাধ্যমে পর্যটকরা রাঙামাটি বিভিন্ন বিষয়ে জানতে পারবেন।
বুধবার সকালে এ মেলার উদ্বোধন করেন রাঙামাটি সংসদীয় আসনের সদস্য দীপঙ্কর তালুকদার।
রাঙামাটি জেলা পরিষদ ও জেলা প্রশাসন যৌথভাবে এ কর্মসূচি আয়োজন করেছে।
এ সময় রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান অংসুই প্রু চৌধুরী, রাঙামাটি জেলা পরিষদের মূখ্য নির্বাহী কর্মকর্তা মোঃ আশরাফুল ইসলাম (যুগ্ম সচিব ) জেলা প্রশাসক মোঃ মোশারফ হোসেন খান, পুলিশ সুপার মীর আবু তৌহিদ সহ জেলা পরিষদ ও জেলা প্রশাসনের গুরুত্বপূর্ণ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। আলোচনা সভায় বক্তারা বলেন, এ বছর দিবসটির প্রতিপাদ্য টুরিজম এন্ড গ্রীন ইনভেস্টমেন্ট। এ প্রতিপাদ্যটি পার্বত্য চট্টগ্রামের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাংলাদেশের পর্যটনকে রাঙামাটি জেলা সমৃদ্ধ করেছে। রাঙামাটি পর্যটনকে দেশি বিদেশি পর্যটকদের আকৃষ্ট করতে এ এলাকার পরিবেশ প্রতিবেশ বান্ধব পর্যটন গড়ে তুলতে হবে। পর্যটকদের সেবার জন্য দক্ষ প্রশিক্ষিত জন সম্পদ গড়ে তুলতে হবে। রাঙামাটিকে পরিচ্ছন্ন শহর গড়তে সুন্দর ব্যবস্থাপনা দরকার। পর্যটকদেরও দায়িত্বশীল হতে হবে। সেজন্য প্রতিষ্ঠানসমূহের সমন্বয় ঠিক রেখে কাজ করতে হবে।
আলোচনা সভার আগে রাঙামাটি জেলা পরিষদ কার্যালয় থেকে এক শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি রাঙামাটি চট্টগ্রাম মহাসড়ক প্রদক্ষিণ করে জিমনেসিয়াম মাঠে এসে আলোচনা সভায় মিলিত হয়।