রাঙামাটি আবাসিক হোটেল মালিক বহুমুখী সমবায় সমিতি লিঃ এর সাথে ট্যুরিস্ট পুলিশ রাঙামাটি রিজিয়নের মতবিনিময় ও শুদ্ধাচার সংক্রান্ত সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার(১৭ অক্টোবর) সকালে রাঙামাটি চেম্বার অব কমার্স অব ইন্ডাস্ট্রি হল রুমে উক্ত সভা অনুষ্ঠিত হয়।
সভায় রাঙামাটি আবাসিক হোটেল মালিক বহুমুখী সমবায় সমিতির লিঃ এর সভাপতি দীপংকর দেওয়ানের সভাপতিত্বে এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ট্যুরিস্ট পুলিশ রাঙামাটি রিজিয়নের পুলিশ সুপার মোহাম্মদ মনজুর মোরশেদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাঙামাটি চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি প্রেসিডেন্ট মোঃ আব্দুল ওয়াদুদ, ট্যুরিস্ট পুলিশ রাঙামাটি রিজিয়নের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ হাসান ইকবাল চৌধুরী, রাঙামাটি আবাসিক হোটেল মালিক বহুমুখী সমবায় সমিতির লিঃ সাধারণ সম্পাদক মোঃ মঈন উদ্দিন সেলিম সহ বিভিন্ন আবাসিক হোটেলের মালিক ও ট্যুরিস্ট পুলিশের সদস্যরা।
এসময় মতবিনিময় সভায় রাঙামাটি শহরে পর্যটন শিল্পের বিকাশ, পর্যটকদের সেবার মান বৃদ্ধি, আবাসিক হোটেল ব্যবসায়ীদের সুবিধা-অসুবিধা, পর্যটকদের নিরাপত্তায় ট্যুরিস্ট পুলিশের ভূমিকার বিষয় নিয়ে আলোচনা করা হয়।