পার্বত্য চট্টগ্রাম চুক্তির ২৬ বছর পূর্তি উপলক্ষে রাঙামাটিতে গণসমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২ ডিসেম্বর) সকালে শহরের কুমার সুমিত রায় জিমনেসিয়াম প্রাঙ্গনে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি রাঙামাটি জেলা কমিটির গণসমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সমাবেশে জেএসএসের বক্তারা বলেন পার্বত্য চুক্তি পূর্ণ বাস্তবায়ন না হলে পাহাড় আবারও অশান্ত হবে। এজন্য যত দ্রুত সম্ভব পার্বত্য চুক্তি বাস্তবায়নের দাবী জানান বক্তারা।
পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি রাঙামাটি জেলা কমিটির সভাপতি ডা. গঙ্গা মানিক চাকমার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, পার্বত্য চট্টগ্রাম চট্টগ্রাম জনসংহতি সমিতির কেন্দ্রীয় কমিটির সহ- সাধারন সম্পাদক জলিমং মারমা।
এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, চট্টগ্রাম ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি প্রকৌশলী দেলোয়ার মজুমদার, চট্টগ্রাম প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক দেব দুলাল ভৌমিক, পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির কেন্দ্রীয় কমিটির সহ ছাত্র বিষয়ক সম্পাদক জুয়েল চাকমা, বাংলাদেশ আদিবাসী ফোরাম পার্বত্য অঞ্চল সভাপতি প্রকৃতি রঞ্জন চাকমা,বিশিষ্ট শিক্ষাবিদ শিশির চাকমা, পার্বত্য চট্টগ্রাম যুব সমিতি রাঙামাটি জেলা কমিটির সাধারণ সম্পাদক সুমিত্র চাকমা, হিল উইমেন্স ফেডারেশন কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শান্তিদেবী তঞ্চঙ্গ্যা।
সমাবেশ বক্তারা, পার্বত্য চট্টগ্রামে অঞ্চলে শান্তি ফিরেয়ে আনার লক্ষ্যে ১৯৯৭ সালে ২ ডিসেম্বর বাংলাদেশ সরকার এবং পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির মধ্যে ঐতিহাসিক শান্তি চুক্তি সাক্ষরিত হয়েছে।
শান্তিচুক্তির আলোকে ভূমি বিরোধ নিষ্পতি কমিশন আইন যথাযথভাবে প্রণীত হয়নি। পার্বত্যাঞ্চলের স্থায়ী বাসিন্দাদের নিয়ে ভোটার তালিকা করে পার্বত্য জেলা পরিষদে নির্বাচনের ব্যবস্থা করা হয়নি। চুক্তির মৌলিক বিষয়গুলো বাস্তবায়ন না হলে পার্বত্যাঞ্চলের বিরাজমান সমস্যা সমাধান হবে না বরং পাহাড় আরো অশান্ত হয়ে উঠবে।
তাই সকল প্রকার ষড়যন্ত্র প্রতিহত করে পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়নের সরকারে প্রতি আহবান জানানো হয়।