কাউখালী উপজেলা পরিষদ চেয়ারম্যান সামশুদ্দোহা চৌধুরী বলেছেন- কৃষি ক্ষেত্রে বাংলাদেশ সক্ষমতা অর্জন করেছে বিধায় আমাদের দেশের বিজ্ঞানীরা নিত্য নতুন ফসল উৎপাদন করছে। সরকার কৃষি এবং কৃষকদের উন্নয়নে বিভিন্ন প্রকল্প গ্রহনের পাশাপাশি কৃষি কাজের জন্য সব্বোচ্য ভূতর্কি দিয়ে যাচ্ছে। বিনামুল্যে সার বীজসহ বিভিন্ন কৃষি সামগ্রী প্রনোদনা বিতরন অব্যাহত রেখেছে। তিনি কৃষি উৎপাদন বৃদ্ধি করার জন্য আধুনিক প্রযুক্তি ব্যবহার করে কৃষকদের এগিয়ে আসার আহবান জানিয়েছেন।
বুধবার (২৬ জুন) দুপুরে কাউখালী উপজেলা কৃষি অফিস প্রাঙ্গনে ২০২৩-২০২৪ অর্থবছরে কৃষি প্রণোদনা কর্মসূচীর আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখছিলেন তিনি।
কাউখালী উপজেলা নিবাহী অফিসার হ্যাপী দাশের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় স্বাগত বক্তব্য রাখেন কাউখালী উপজেলা কৃষি কর্মকতা রাসেল সরকার।
উক্ত অনুষ্ঠানে অন্যান্যর মধ্যে সহকারী কমিশনার (ভূমি) মাসুমা আক্তার কণা,ভাইস চেয়ারম্যান হ্লাথোয়াই মারমা , নিংবাউ মারমা উপস্থিত ছিলেন।
আমন প্রণোদনা কর্মসূচির আওতায় ১২০ জন ও ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে ক্ষতিগ্রস্ত চাষীদের সহায়তা করার লক্ষ্যে সরকার কর্তৃক আমন পুনর্বাসন কর্মসূচির আওতায় ৩৬০ জন কৃষককে সার ও বীজ বিতরণ করা হয়।