রাঙামাটির কাপ্তাই পাল্পউড বাগান এর কর্মীরা শনিবার (২৮ জুন) একটি রিং টিয়া পাখি রাঙ্গুনিয়া শেখ রাসেল এভিয়ারী পার্ক কর্তৃপক্ষের নিকট হস্তান্তর করেন।
এর আগে পাল্পউড বাগান বিভাগের কর্মীরা অভিযান চালিয়ে গত শুক্রবার (২৮ জুন) কাপ্তাই উপজেলার রাইখালী বাজারে বিক্রি করার সময় একটি রিং টিয়া পাখি উদ্ধার করেন।
রাইখালী রেঞ্জের বন প্রহরী মোঃ হাসান জানায়, ঘটনারদিন গোপন সংবাদ আসে অবৈধ ভাবে একটি টিয়া পাখি বিক্রির জন্য রাইখালী বাজারে আনা হয়েছে। বিষয়টি সাথে সাথে রেঞ্জ অফিসে জানানোর পর রেঞ্জ কর্মকর্তা মোঃ জাহিদুল ইসলামের নির্দেশে বন কর্মচারীরা রাইখালী বাজারে অভিযান চালায়। অভিযানের খবর পেয়ে পাখির মালিক পাখিটি ফেলে সটকে পড়ে। পরে উদ্ধার করা পাখিটি অসুস্থ বিধায় রেঞ্জ অফিসে এনে রাখা হয়। গত শনিবার(২৯ জুন) বিকেলে ওই টিয়া পাখিটি চট্টগ্রাম জেলাধীন রাঙ্গুনীয়া উপজেলার শেখ রাসেল এভিয়ারী পার্ক কর্তৃপক্ষের নিকট হস্তান্তর করা হয় বলে তিনি জানিয়েছেন।
এসময় রাইখালী বন, রেঞ্জের কর্মকর্তা- কর্মচারীরা উপস্থিত ছিলেন।
রেঞ্জ কর্মকর্তা মোঃ জাহিদুল ইসলাম জানান, বন্য পশু, পাখি বিক্রি ও পাচার রোধে এধরনের অভিযান অব্যাহত থাকবে। বন্যপ্রাণী ধরা ও বিক্রি করা আইনত দন্ডনীয় অপরাধ। যারাই এই কাজে জড়িত থাকবে কেউ ছাড় পাবেনা বলে তিনি জানায়।