রাঙামাটিসহ পাহাড়ে সব জাতিগোষ্ঠী ও সম্প্রদায়ের মাঝে শান্তিপূর্ণ ও স্থিতিশীল পরিবেশ বজায় রাখতে অসাম্প্রদায়িক সহাবস্থান নিশ্চিত করতে হবে। এ লক্ষ্যে সব সময় এলাকার যুব সমাজকে বলিষ্ঠ ভূমিকায় এগিয়ে আসতে হবে। ২৩ অক্টোবর (বুধবার) রাঙামাটি শহরে আস্থা প্রকল্প আয়োজিত ত্রৈমাসিক ইয়ুথ গ্রুপ সক্রিয়করণ সভায় বক্তারা এ কথা বলেন।
সকাল ১০টায় শহরের রাজবাড়ী কেকে রায় সড়ক এলাকার আশিকা প্রধান কার্যালয়ের সম্মেলন কক্ষে আস্থা প্রকল্পের ব্যবস্থাপনা ও প্রতিবেদন কর্মকর্তা রত্নজ্যোতি চাকমার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন রাঙামাটি সদর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা স্নিগ্ধা তালুকদার এবং বিশেষ অতিথির বক্তব্য দেন প্রকল্পের নাগরিক প্লাটফর্ম যুগ্ম আহবায়ক সুশীল প্রসাদ চাকমা। এছাড়া প্রকল্পের জেলা সমন্বয়ক বিপ্লব চাকমাসহ সদর উপজেলা ইয়ুথ গ্রুপের নেতারা বক্তব্য দেন। সঞ্চালনায় ছিলেন প্রকল্প সহকারী রবিন চন্দ্র চাকমা।
আয়োজকরা বলেন, পাহাড়ে সাম্প্রদায়িক শান্তি ও সম্প্রীতির উন্নয়ন এবং সুশাসন প্রতিষ্ঠাসহ যুবদের ক্ষমতায়নে স্থানীয় যুব সমাজকে সচেতনতা ও দক্ষতা অর্জনের লক্ষ্যে আস্থা প্রকল্পের আওতায় ইয়ুথ গ্রুপ কাজ করছে। প্রকল্পটি বাস্তবায়ন করছে বেসরকারি উন্নয়ন সংস্থা আশিকা ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েটস। প্রকল্পের লক্ষ্য অর্জনসহ এর সফল বাস্তবায়নে সংশ্লিষ্ট সবাইকে আন্তরিকভাবে কাজ করতে হবে।