“বন্ধু আমার চিরসবুজ, বন্ধু আমার চিরসাথী” স্লোগানে রাঙামাটির বিভিন্ন বিদ্যালয় থেকে ১৯৮৭ সালে এসএসসি পাশ করা প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকাল থেকে বিকেল পর্যন্ত আসামবন্তি কাপ্তাই সড়কের একটি রিসোর্টে দিনব্যাপী বিভিন্ন আয়োজনে মেতে ছিলেন ৮৭ ব্যাচের বন্ধুরা। দিনব্যাপী আয়োজনে ব্যাচের সদস্য ও তাদের পরিবারের সদস্যদের জন্য সাংস্কৃতিক অনুষ্ঠান ও হাউজি খেলার আয়োজন ছিলো।
দিনশেষে ব্যাচের সকলকে শুভেচ্ছা উপহার ও ক্রেস্ট প্রদান করা হয়।
এসময় ব্যাচের সভাপতি এসএম শফিউল আজম, আয়াজনের আহ্বায়ক ইঞ্জিনিয়ার সরোয়ার আলম, যুগ্ম আহ্বায়ক কামাল উদ্দিন, সদস্য সচিব জহুর আহমদ রাফি, সদস্য- হুমায়ু কবির, দীপক বড়ুয়া, দীপক দাশ, ও শাহিদা আলম সহ ব্যাচের সকলে উপস্থিত ছিলেন।