শুক্রবার , ১৪ ফেব্রুয়ারি ২০২৫ | ৮ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. পর্যটন
  6. এক্সক্লুসিভ
  7. রাজনীতি
  8. অর্থনীতি
  9. এনজিও
  10. উন্নয়ন খবর
  11. আইন ও অপরাধ
  12. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. অন্যান্য
  15. কৃষি ও প্রকৃতি
  16. প্রযুক্তি বিশ্ব
  17. ক্রীড়া ও সংস্কৃতি
  18. শিক্ষাঙ্গন
  19. লাইফ স্টাইল
  20. সাহিত্য
  21. খোলা জানালা

রাবিপ্রবি ডিবেটিং সোসাইটির নেতৃত্বে আয়নুল-লিমন

প্রতিবেদক
রাবিপ্রবি প্রতিনিধি
ফেব্রুয়ারি ১৪, ২০২৫ ৬:১৪ অপরাহ্ণ

রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রাবিপ্রবি) ডিবেটিং সোসাইটির ১ম কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন সিএসই বিভাগের ২০২০-২১ সেশনের শিক্ষার্থী মোঃ আয়নুল ইসলাম এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন একই বিভাগের ২০২১-২২ সেশনের শিক্ষার্থী মোঃ মাহবুব উল্যাহ লিমন।

আগামী একবছরের জন্য সংগঠনটির ১ম কার্যনির্বাহী পরিষদ ১১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটির সমন্বয়ে গঠন করা হয়েছে। সংগঠনের প্রধান পৃষ্ঠপোষক হিসেবে রয়েছেন রাবিপ্রবির  উপাচার্য অধ্যাপক ড. মোঃ আতিয়ার রহমান । মডারেটরের দায়িত্বে রয়েছেন সহকারী অধ্যাপক মোঃ মাঈনুদ্দিন।

রাবিপ্রবি ডিবেটিং সোসাইটির নতুন কার্যনির্বাহী সদস্যদের অভিনন্দন জানিয়ে প্রধান পৃষ্ঠপোষক বলেন, আমি নতুন কার্যনির্বাহী সদস্যদের নিয়ে আশাবাদী। নিশ্চয়ই তারা নতুন নতুন কার্য পরিকল্পনার মাধ্যমে রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়কে ও রাবিপ্রবি ডিবেটিং সোসাইটকে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে এগিয়ে নিয়ে যাবে।

কমিটির সভাপতি মোঃ আয়নুল ইসলাম বলেন, আমাদের ক্যাম্পাসে একটি ডিবেটিং ক্লাব প্রতিষ্ঠার জন্য আমরা দীর্ঘ দেড় বছরের বেশি সময় ধরে চেষ্টা করে আসছি। দীর্ঘদিনের পরিশ্রমের পর আহবায়ক কমিটি থেকে কার্যনির্বাহী কমিটি গঠন করতে পারায় আমরা খুবই আনন্দিত। আমাদের লক্ষ্য থাকবে বিশ্ববিদ্যালয়ে মুক্তবুদ্ধি চর্চা ও বিতর্ক চর্চাকে ত্বরান্বিত করা এবং রাবিপ্রবির বিতর্ক চর্চাকে অনন্য উচ্চতায় নিয়ে যেতে আমরা সর্বদা বদ্ধ পরিকর।

কার্যনির্বাহী পর্ষদের অন্যান্য সদস্যবৃন্দ হলেন, সহসভাপতি (প্রশাসন) পদে সঞ্চিতা চক্রবর্তী, সহসভাপতি (বিতর্ক) পদে মায়মূনা মুসাররাত তাসফিয়া, বিতর্ক সমন্বয়ক(বাংলা বিতর্ক)  পদে সাহেদুল মারুফ, বিতর্ক সমন্বয়ক(ইংরেজি বিতর্ক) পদে নকিবুল আবছার শাওন, কোষাধ্যক্ষ পদে ফাইরুজ মেহেদী দীপান্বীতা, সাংগঠনিক ও দপ্তর সম্পাদক পদে ইফতেখার নাহিদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে মোঃ মোসাদ্দেক হোসেন, কার্যনির্বাহী সদস্য পদে চন্দ্রিমা চান্দ্রেয়ী ও আমাতুল্লাহ ফারাবী ঈশা।

উল্লেখ্য,রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ও একমাত্র বিতর্ক সংগঠন রাবিপ্রবি ডিবেটিং সোসাইটি রাবিপ্রবিতে বিতর্ক চর্চা করার জন্য এবং বিশ্ববিদ্যালয়ের বিতর্ক চর্চাকে আধুনিকায়নের উদ্দেশ্যে ২৮ নভেম্বর, ২০২৩ তারিখে গঠন করা হয়। এরপর, সংগঠনের মৌলিক ভিত্তি তৈরি করার লক্ষ্যে গত ১৩ মার্চ ২০২৪ তারিখে ১ম আহবায়ক কমিটি গঠন করা হয়। রাবিপ্রবি ডিবেটিং সোসাইটি মুক্তবুদ্ধির চর্চা ও যৌক্তিক মানুষ তৈরির শক্তিশালী প্লাটফর্ম হিসেবে কাজ করছে। দেশীয় ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতির লালন, ধারণ, অগাধ শ্রদ্ধা ও অসীম দেশপ্রেম সংগঠনের সঞ্জীবনী শক্তি। এই সব প্রত্যয় ও প্রচেষ্টাকে আরও বিশদভাবে ও নিপুনভাবে রাবিপুরি তথা পুরো বাংলাদেশে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে কাজ করবে রাবিপ্রবি ডিবেটিং সোসাইটি।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত
error: Content is protected !!
%d bloggers like this: