রাঙামাটি সরকারী শুকর খামারের অজ্ঞাত রোগটি শনাক্ত করেছে জেলা প্রাণী সম্পদ বিভাগ। এ রোগটি সম্প্রতি আফ্রিকার পাওয়া শুকরের ভয়াবহ ভাইরাস সোয়াইন ফিভার।
বুধবার বিকালে এ তথ্য জানান রাঙামাটি জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. তুষার কান্তি চাকমা এ তথ্য নিশ্চিত করেন। এ ভাইরাসে আক্রান্ত শুকরের মধ্য প্রায় শতভাগ মারা যায়।
তিনি বলেন, আমরা ঢাকায় প্রাণী সম্পদ বিভাগে নমুনা পাঠিয়েছি। পিসিআর ল্যাবে এ ভাইরাস শনাক্ত হয়। সেটি আজ (বুধবার) দুপুরে আমাদের জানানো হয়।
এ ভাইরাসে আক্রান্ত হয়ে গত ৯ দিনে ১০৪ টি শুকর মারা গেছে। আক্রান্ত আরো অর্ধ শতাধিক। খামারে শুকর ছিল ৩৯৭টি।
পার্বত্য চট্টগ্রামে পাহাড়ি জনগোষ্ঠীর পুছন্দের মাংসের তালিকায় শুকর অন্যতম। তাই এ এলাকায় শুকর চাষের গুরুত্ব বিবেচনা করে ১৯৮৪ সালে রাঙামাটিতে শুকর খামার প্রতিষ্ঠা করে সরকার। রাঙামাটির এ খামার বাংলাদেশের একমাত্র সরকারী খামার। গত ১৩ নভেম্বর থেকে হঠাৎ এ খামারে মারা যাচ্ছে শুকরগুলো।
ডা. তুষার কান্তি চাকমা বলেন, শুকর মাংস কেনা বেচা ক্ষেত্রে এখন সচেতন হতে হবে। এটি ছড়িয়ে পড়লে পার্বত্য চট্টগ্রামের শুকর খামারীরা মারাত্মক ক্ষতির মূখে পড়বে। তাই এখনই সতর্ক হতে হবে।