রাঙামাটির কাপ্তাই উচ্চ বিদ্যালয়ে মানসম্মত শিক্ষা নিয়ে ত্রিপক্ষীয় মতবিনিময় সভা করা হয়েছে। বৃহস্পতিবার (২৯মে) সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত স্কুল মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয়।
“আমার সন্তান আমার ভবিষ্যৎ সুশিক্ষিত হয়ে হোক দেশের সম্পাদ” এই স্লোগানকে সামনে রেখে শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীদের সমন্বয়ে এই ত্রিপক্ষীয় অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি বক্তব্য রাখেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষা গবেষণা ইনস্টিটিউটের সহযোগী অধ্যাপক এবং কাপ্তাই উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী নাসিমা পারভীন মুক্তি।
এসময় তিনি বলেন, মানসম্মত শিক্ষা গ্রহণ করতে হলে শিক্ষার্থীদেরকে ক্লাসে মনযোগী হতে হবে। শিক্ষকের দেয়া রুটিন অনুসরণ করতে হবে, অভিভাবকদের সচেতন হতে হবে তাঁর সন্তান কি করে সর্বোপরি মাদক ও মোবাইল হতে দূরে থাকতে হবে।
শিক্ষক স্বপন দাশ এর সঞ্চালনায় স্কুলের প্রধান শিক্ষক মাহাবুব হাসান বাবুর সভাপতিত্বে এসময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন কাপ্তাই উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মো.মোস্তাফিজুর রহমান, কাপ্তাই প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি কবির হোসেন, স্কুলের সিনিয়র শিক্ষক মুহাম্মদ হারুনুর রশীদ, অভিভাবক কমিটির সদস্য পুক্যচিং মারমা ও শফিকুল ইসলাম।