রাঙামাটির বাঘাইছড়িতে সালিশে দুই যুবককে মারধর সংবাদ প্রকাশের পর ঐ ঘটনায় ভুল স্বীকার করেছেন ইউপি সদস্য রুপেল বিকাশ চাকমা ।
সোমবার সন্ধায় ইউপি সদস্য রুপেল বিকাশ চাকমা ও খেদারমারা ইউনিয়নের মুরুব্বিদের নিয়ে বাঘাইছড়ি এসে প্রতিবেদকের সাথে দেখা করে সেদিন সালিশে মারধরে চিক্কো চাকমার আহত হওয়ার বিষয়টি পরিস্কার করেন এবং উপস্থিত সবার কাছে দুঃখ প্রকাশ করে ক্ষমা চেয়ে রোগীর চিকিৎসায় সর্বোচ্চ সহায়তা করে পাশে থাকার অঙ্গীকার করেন।
সেদিন বাদি বিবাদী আপন মামা ভাগিনার মারামারি থামাতে গিয়ে ইউপি সদস্য রুপেল বিকাশ চাকমা নিজেও মার খেয়েছেন বলে জানিয়েছেন, তিনি নিজে কাউবে মারধর করেননি বলে জানান রুপেল।
এ সময় উপস্থিত বাঘাইছড়ি উপজেলা আওয়ামিলীগের সাধারণ সম্পাদক গিয়াসউদ্দিন মামুন বলেন আমরা আশা করবো গ্রাম্য সালিশের নামে আর যেন একজন মানুষও এমন পরিনতি না হয়। আইন যেন কেউ নিজের হাতে তুলে না নেয়। রোগীর শারিরীক অবস্থার খোঁজ নিয়ে পাশে থাকার অনুরোধ করেন।
এ সময় অন্যদের মাঝে উপস্থিত ছিলেন খেদারমারা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সুন্তুষ কুমার চাকমা, কাচালং মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক সিরাজুল ইসলাম, সাংবাদিক আবু নাছের, সাংবাদিক মহিউদ্দিন সহ আরো অনেকে।
উল্লেখ গত শুক্রবার বিকাল সাড়ে তিন ঘটিকায় গ্রাম্য সালিশে স্থানীয়দের রোষানলে পরে মারাত্মক ভাবে আহত হয় চিক্কো চাকমাসহ দুই যুবক। তাদের মধ্যে গুরুতর আহত হয় চিক্কো চাকমা। সে বর্তমানে চট্টগ্রাম মেডিকেলে চিকিৎসাধীন। এ নিয়ে পাহাড়ের খবরে সংবাদ প্রকাশ করা হয়।