রাঙামাটির বাঘাইছড়িতে মারিশ্যা ব্যাটালিয়ন (২৭ বিজিবি) এর অভিযানে প্রায় ২,৮৫,৫২০ টাকার সেগুন জব্দ করা হয়েছে। গতকাল (সোমবার ১৫ সেপ্টেম্বর) গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মারিশ্যা ব্যাটালিয়ন (২৭ বিজিবি) এর জোন কমান্ডার এর নেতৃত্বে সাথে সহকারী পরিচালক সহ একটি বি টাইপ টহল দল আনুঃ দুপুর ১ ঘটিকায় মারিশ্যা তুলাবন এলাকার বৃষকেতু চাকমার সেগুন বাগানে অভিযান পরিচালনা করেন। অভিযান পরিচালনাকালীন সময়ে চোরাকারবারীরা বিজিবি’র টহল দলের উপস্থিতি টের পেয়ে কাঠগুলো ফেলে পালিয়ে যায় বলে জানাযায়। পরবর্তীতে বিজিবি টহল দল পরিত্যক্ত অবস্থায় ১৪২.৭৬ ঘনফুট অবৈধ সেগুন কাঠ আটক করতে সক্ষম হয়। যার সিজার মূল্য ২,৮৫,৫২০/- (দুই লক্ষ পচাশি হাজার পাঁচশত বিশ) টাকা।
মারিশ্যা জোন (২৭ বিজিবি) এর জোন কমান্ডার লেঃ কর্ণেল জাহিদুল ইসলাম জাহিদ, পিএসসি বলেন মারিশ্যা জোন দায়িত্বপূর্ণ এলাকায় নিয়মিত চোরাচালান প্রতিরোধ কার্যক্রম পরিচালনা করে আসছে। এছাড়াও জোনের দায়িত্বপূর্ণ এলাকায় আভিযানিক কার্যক্রমের ধারা ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জোন কমান্ডার মহোদয় আশাবাদ ব্যক্ত করেন।