শুক্রবার , ৩০ জানুয়ারি ২০২৬ | ১৬ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. পর্যটন
  6. এক্সক্লুসিভ
  7. রাজনীতি
  8. অর্থনীতি
  9. এনজিও
  10. উন্নয়ন খবর
  11. আইন ও অপরাধ
  12. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. অন্যান্য
  15. কৃষি ও প্রকৃতি
  16. প্রযুক্তি বিশ্ব
  17. ক্রীড়া ও সংস্কৃতি
  18. শিক্ষাঙ্গন
  19. লাইফ স্টাইল
  20. সাহিত্য
  21. খোলা জানালা

মহালছড়ি সদর ইউনিয়নের শান্তি নগরে নির্বাচন প্রচারণা অফিসের শুভ উদ্বোধন

প্রতিবেদক
শফিক ইসলাম, মহালছড়ি, খাগড়াছড়ি
জানুয়ারি ৩০, ২০২৬ ৯:০৬ অপরাহ্ণ

খাগড়াছড়ির মহালছড়ি সদর ইউনিয়নের শান্তি নগর এলাকায় জাতীয় সংসদ নির্বাচন–২০২৬ উপলক্ষে বিএনপির নির্বাচন প্রচারণা অফিসের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। উৎসবমুখর পরিবেশে আয়োজিত এই অনুষ্ঠানে স্থানীয় নেতাকর্মী ও সমর্থকদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি নেতা মোহাম্মদ হোসেন বাবু ভাই। তিনি তাঁর বক্তব্যে বলেন, গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের ভোটাধিকার নিশ্চিত করতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। তিনি ধানের শীষ প্রতীকের পক্ষে মাঠ পর্যায়ে আরও জোরালো প্রচারণার আহ্বান জানান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জসিম উদ্দিন মেম্বার, উলাপ্রু মারমা, খালেদ মাসুদ সাগর, জামাল উদ্দিন টিপু এবং ইকবাল চৌধুরী। অতিথিবৃন্দ তাঁদের বক্তব্যে শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে নির্বাচনী কার্যক্রম পরিচালনার ওপর গুরুত্বারোপ করেন এবং দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বশির আহমেদ। সভাপতির বক্তব্যে তিনি বলেন, শান্তি নগরসহ পুরো ইউনিয়নে ধানের শীষের পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে এবং জনগণ পরিবর্তনের জন্য মুখিয়ে রয়েছে।

এ সময় আরও উপস্থিত ছিলেন আব্দুল কাদের সিয়াম, মোঃ সমেশ, মোঃ রনি, ইউনিয়ন ছাত্রদলের নেতা আনোয়ারসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ। উপস্থিত নেতাকর্মীরা নির্বাচনকে সামনে রেখে ঘরে ঘরে গিয়ে প্রচারণা চালানোর অঙ্গীকার ব্যক্ত করেন।

অনুষ্ঠান শেষে দোয়া ও মোনাজাতের মাধ্যমে নির্বাচন প্রচারণা অফিসের কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু করা হয়।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত
error: Content is protected !!
%d bloggers like this: