এবার রাঙামাটি জেলায় ৮১ হাজার ৬৭৬ জন শিশুকে খাওয়ানো হবে ভিটামিন ‘এ’ ক্যাপসুল। এরমধ্যে ৬ থেকে ১১ মাস বয়সী শিশু খাবে নয় হাজার ২৫১টি ক্যাপসুল এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী শিশু খাবে ৭২ হাজার ৪২৫ ক্যাপসুল। জেলায় মোট ৫১টি ইউনিয়নে এ কার্যক্রম চলবে। এজন্য সংশ্লিষ্ট স্বেচ্ছাসেবী কর্মী, মাঠকর্মী ও তদারককারীরা দায়িত্বে থাকবেন।
বুধবার (২৫ মে) দুপুরে রাঙামাটি জেলা সিভিল সার্জন কার্যালয়ে ‘সংবাদিক ওরিয়েন্টেশন’এ ডেপুটি সিভি সার্জন ডা. আরেফিন আজম এসব তথ্য জানান । তিনি জানান, আগামী ৪-৭ জুন সারাদেশে একযোগে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন অনুষ্ঠিত হবে। ইতোমধ্যে জেলাসদর সহ জেলার ১০ উপজেলায় এক যোগে এ কর্মসুচি সফল করতে সব প্রস্তুতি নেয়া হয়েছে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মেডিক্যাল অফিসার ডা. ইমরান হাসান, রাঙামাটি প্রেসক্লাবের সভাপতি সাখাওয়াত হোসেন রুবেল, সিনিয়র সাংবাদিক একেএম মকছুদ আহমেদ, রাঙামাটি রিপোর্টার্স ইউনিটির সভাপতি সুশীল প্রসাদ চাকমা।


















