রাঙামাটির বিলাইছড়ি বড়থলি ইউনিয়নে সন্ত্রাসী হামলায় তিন গ্রামবাসী নিহতের খবর পাওয়া গেছে। গত মঙ্গলবার সন্ধ্যায় ইউনিয়নের ২ নং ওয়ার্ডের সাইজাম পাড়ায় এ ঘটনা ঘটে। এ ঘটনার জন্য নতুন সৃষ্ট কুকি চীন পার্টিকে দায়ী করেছে স্থানীয়রা।
বড়থলি ইউপি চেয়ারম্যান আতোমং মারমা তিন গ্রামবাসী নিহতের সত্যতা নিশ্চিত করেছেন।
তবে কুকি চীনের পক্ষ থেকে কোন বক্তব্য পাওয়া যায়নি। কুকি চীনের পরিচালিত ফেসবুক পেজে দাবী করা হয় নিহতরা জে এসএসের সদস্য। জে এসএসের ক্যাম্পে হামলা করে কুকি চীন সফল হয়েছে দাবী করা হয় পেজে।
স্থানীয় সূত্র জানায়, গত মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬ টায় স্বশস্ত্র অবস্থায় একদল সন্ত্রাসী সাইজাম পাড়ায় এসে এলাপাতাড়ি গুলি করতে থাকে। এতে গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলে তিনজন মারা যায়। অনেকে আহত হয়। নিহকদের মধ্যে দুজনের নাম পাওয়া গেছে। এদের একজনের নাম বিশ্ব চন্দ্র ত্রিপুরা (৫৮), পিতা বীজলা ত্রিপুরা আরেক জনের নাম চিতারাং ত্রিপুরা (৬৫), পিতা সুরেন্দ্র ত্রিপুরা।
বড়থলি ইউনিয়নের চেয়ারম্যান আতোমং মারমা স্থানীয়দের বরাত দিয়ে জানান, গত ৬ জুন সাইজাম পাড়ায় জেএসএস ও কুকি চীন দলের মধ্যে সংঘাত হয়। এতে কুকিচীন বেশ ক্ষতিগ্রস্ত হয়। এ জন্য সাইজাম পাড়ার ত্রিপুরাদের দায়ী করে কুকি চিন পার্টি।
এ ঘটনার পর সাইজাম পাড়াবাসীকে গ্রাম থেকে চলে যেতেও হুমকি দেয়া হয় কুকি চিন পার্টি। চেয়ারম্যান বলেন আমাকে জানানো হয়েছে মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে গুলি করতে করতে সন্ত্রাসীরা সাইজাম পাড়ায় ঢুকে। অনেকে পালিয়ে গিয়ে প্রাণ রক্ষা করেছে। বর্তমানে সাইজাম পাড়ার লোকেরা সবাই বাড়ি ছেড়ে পালিয়ে জঙ্গলে আশ্রয় নিয়েছে। আমাকে জানানো হয়ে এ ঘটনা কুকি চীন পার্টিরা করেছে। আতোমং মারমা বলেন ঘটনার নিরাপত্তা বাহিনীর কেউ এখনো সেখানে যেতে পারেনি।
সাইজাম পাড়ার একজন জানান সাইজাম পাড়াবাড়িতে চলে যাওয়ার হুমকি দেওয়ার পর মঙ্গলবার সন্ধ্যায় কুকিচীন পার্টির পার্টির লোকজন স্বশস্ত্র অবস্থায় সাইজাম পাড়ায় এসে হানা দিয়ে এলোপাতাড়ি গুলি করতে থাকে। এতে তিনজন মারা যায়। আরো অনেকে আহত হয়েছে। তবে এ ব্যাপারে কুকী চীনের পক্ষ থেকে কোন বক্তব্য পাওয়া যায়নি।
রাঙামাটি অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মাহমুদা বেগম বলেন, আমরা বড়থলিতে গোলাগুলি হয়েছে শুনেছি। কিন্তু বিস্তারিত জানতে পারছি না। দুর্গমতার কারণে সেখানে যোগাযোগ বেশ কষ্টসাধ্য। আমরা খোঁজ খবর নিচ্ছি।
বিলাইছড়ি উপজেলা চেয়ারম্যান বীরোত্তম তঞ্চঙ্গ্যা বলেন, মুলত কুকি চীন পার্টি গ্রামে এসে এলোপাতাড়ি গুলো করে গ্রামবাসীদের মেরেছে। আহত আরো থাকতে পারে।