বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিবের ৯২ তম জন্মবার্ষিকীতে রাঙামাটির কাপ্তাই উপজেলায় ৬ টি দরিদ্র পরিবারের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। এইছাড়া ৩ জন অসহায় ও দুঃস্হ মহিলাকে জনপ্রতি ২ হাজার টাকা করে মোবাইল ব্যাংকিং উপাই (Upay) এর মাধ্যমে সর্বমোট ৬ হাজার টাকা অনুদান প্রদান করা হয়।
সোমবার সকালে কাপ্তাই উপজেলা পরিষদের সম্মেলন কক্ষ কিন্নরী তে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে এই বিতরণ কার্যক্রম সম্পন্ন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মুনতাসির জাহান।
উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কার্যালয়ের আয়োজনে কাপ্তাই উপজেলা প্রশাসনের সহযোগিতায় আলোচনা সভা ও সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্বে করেন কাপ্তাই উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রিনি চাকমা।
কাপ্তাই প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ঝুলন দত্তের সঞ্চালনায় এইসময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নাছির উদ্দীন, মহিলা ভাইস চেয়ারম্যান উমেচিং মারমা, কাপ্তাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) জসিম উদ্দিন, ওসি( তদন্ত) আকতার হোসেন, তথ্য সেবা কর্মকর্তা তাহমিনা সুলতানা ।
সমগ্র আয়োজনের সার্বিক সহযোগিতায় ছিলেন মহিলা বিষয়ক কর্মকর্তা দপ্তরের অফিস সুপার ছালেহ আহমদ।
এদিকে দিবসটি উপলক্ষে কাপ্তাই উপজেলা তথ্য সেবা কেন্দ্রের আয়োজনে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এই বছর দিবসটি প্রতিপাদ্য বিষয় হলো ” মহীয়সী বঙ্গমাতার চেতনা, অদম্য বাংলাদেশের প্রেরণা।