রাঙামাটি জেলা ভোক্তা-অধিকার সংরক্ষন অধিদপ্তরের কার্যালয় কতৃক কাপ্তাই উপজেলায় বাজার তদারকিমুলক কার্যক্রম পরিচালনা করা হয়েছে। শনিবার (২০ আগস্ট) কাপ্তাই উপজেলার চিৎমরম বাজারে এই কার্যক্রম পরিচালনা করা হয়।
এইসময় পণ্যের মূল্য তালিকা না থাকা, অস্বাস্থ্যকর পরিবেশে খাবার সংরক্ষণ ও মেয়াদ উত্তীর্ণ খাবার রাখা সহ ভোক্তা অধিকার লঙ্ঘনের অপরাধে চিৎমরম বাজারের হামিদ ষ্টোরকে ২ হাজার, রিনা ষ্টোরকে ১ হাজার টাকা ও সজল ষ্টোরকে ১ হাজার টাকা সহ ৩ প্রতিষ্ঠানকে মোট ৪ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া নিত্য প্রয়োজনীয় পণ্যের বাজার পরিদর্শন ও তদারকি করা হয়।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর রাঙ্গামাটি জেলা কার্যালয়ের সহকারি পরিচালক রানা দেব নাথ এই কার্যক্রম পরিচালনা করেন।
বাজার তদারকি কার্যক্রমে সহযোগিতা করেন কাপ্তাই উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর মোঃ ইলিয়াছ ও থানার পুলিশ সদস্যরা।