ভক্তকুলকে কাঁদিয়ে মর্ত্যলোক প্রস্থান করলেন দুর্গতিনাশিনী দেবী দুর্গা। আরাধনা, পূজা, অর্চনা শেষে বিজয়া দশমির বিকালে রাঙামাটিতে দেবীর প্রতিমা বিসর্জন দেওয়া হল কাপ্তাই হ্রদে। আর এর মধ্য দিয়েই শেষ হল রাঙামাটির ৪২ মন্ডপে আয়োজিত শারদীয় দুর্গোৎসব।
ভক্তকুলের মতে, এবার দেবীর মর্ত্যলোকে আগমন গজে (হাতি) চড়ে। স্বর্গে চলে গেছেন নৌকায় চড়ে। এদিকে বিসর্জনের আগে রাঙামাটি শহরের প্রধান সড়কে গাড়িবহরে প্রতিমা শোভাযাত্রা প্রদক্ষিণ করা হয়। এ সময় ভক্তকূলের পাশাপাশি বিপুল দর্শনার্থীর ভির জমে।
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের জেলা সমন্বয় কমিটির সদস্য সচিব রণতোষ মল্লিক বলেন, রাঙামাটি শহরে ১৪টি এবং জেলার অপর ৯ উপজেলায় ২৮টি মন্ডপে এবার শারদীয় দুর্গোৎসব পালিত হয়েছে। দেবীর আশির্বাদে উৎসব শান্তিপূর্ণ ও আনন্দমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে।