শনিবার, মার্চ ২৫News That Matters

বাঘাইছড়ির কচুছড়িতে তিন শতাধিক পরিবারের মাঝে ২০ ইসিবির কম্বল বিতরণ 

শেয়ার করুন:

 

বাঘাইছড়ি উপজেলার দুর্গম কচুছড়ি এলাকার তিনশতাধিক হতদরিদ্র পাহাড়ি জনগোষ্ঠীর মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করেছে বাংলাদেশ সেনাবাহিনীর ৩৪ কনস্ট্রাকশন ব্রিগেডের অধিনস্থ ২০ কনস্ট্রাকশন ব্যাটালিয়ন (ইসিবি)।

১৪ জানুয়ারী শনিবার সকাল ১০ ঘটিকায় কচুছড়ি বিজিবি ক্যাম্প হ্যালিপ্যাডে এসব শীতবস্ত্র বিতরণ করেন ২০ ইসিবির ক্যাপ্টেন মোহাম্মদ আবু সালেহ। এসময় ২০ ইসিবির সিনিয়র ওয়ারেন্ট অফিসার মোহাম্মদ শাহীনুর রহমান সহ স্থানীয় জনপ্রতিনিধি গন উপস্থিত ছিলেন।

কম্বল বিতরণ শেষে ক্যাপ্টেন মোহাম্মদ আবু সালেহ জানান সেনাবাহিনীর জনকল্যাণমুখী কাজের নিয়মিত অংশ হিসেবে ১ম ধাপে কচুছড়ি এলাকার হতদরিদ্র ৩ শতাধিক মানুষকে শীতবস্ত্র প্রদান করা হয়েছে। আগামীতেও এই ধরা অব্যাহত থাকবে।

শীতবস্ত্র ভিতরণ শেষে মারিশ্যা মাঝি পাড়া সীমান্ত সড়কের ১ কিলোমিটার সড়কে গাছের ক্ষতিপূরণ বাবদ ২য় ধাপে ৮ পরিবারকে ২ লক্ষ ৩৫ হাজার টাকা প্রদান করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *