খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার মেরুং ইউনিয়নে খোলা আশ্রয় কেন্দ্রে আশ্রয় নেয়া দুর্গত মানুষদের মাঝে খাদ্য সামগ্রী দিয়েছে বাংলাদেশ পুলিশ।
১০ সেপ্টেম্বর বিকেলে খাগড়াছড়ি জেলা পুলিশ সুপার মুক্তা ধর, মেরুং ইউপি’র প্লাবিত এলাকা গুলো পরিদর্শণ করেন। এসময় ছোট মেরুং বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে সুবিধা বঞ্চিত মানুষের মাঝে খাদ্য সামগ্রী তুলে দেন। এসময় তিনি বলেন, পুলিশ জনগণের বন্ধু, জনগণের জানমালের নিরাপত্তার পাশাপাশি জনদূর্ভোগ কমাতে পুলিশ সবসময় কাজ করে যাবে।
এসময় আরো উপস্থিত ছিলেন খাগড়াছড়ি পুলিশ সুপার মুক্তা ধর, অতিরিক্ত পুলিশ সুপার ( প্রশাসন ও অর্থ) মাহমুদা বেগম, অতিরিক্ত পুলিশ সুপার খাগড়াছড়ি সার্কেল তৌফিকুর রহমান। দীঘিনালা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ আলী। মেরুং ইউপি চেয়ারম্যান মাহমুদা বেগম লাকী। মেরুং ফাঁড়ি ইনচার্জ মোঃ নজরুল ইসলাম।