গত আগস্টে রাঙামাটি সদর উপজেলায় পৌরসভা এলাকায় টানা বৃষ্টিতে পাহাড় ধসে ক্ষতিগ্রস্ত ১০০ পরিবারকে নগদ ৫৫০০ টাকা এবং কীট বক্স বিতরণ কার্যক্রম শুরু করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা কারিতাস ও আশিকা ডেভেলপমেন্ট এসোসিয়েটস্।
এতে কারিগরী সহায়তা করেছে স্টার্ট ফান্ড বাংলাদেশ। আর্থিক সহায়তা করেছে ইউকেএইড, নেদারল্যান্ড সরকার এবং জেওএ।
বৃহস্পতিবার সকালে রাঙামাটি শহরের কেকেরায় সড়কের আশিকা ডেভেলপমেন্ট এসোসিয়েটস অফিস প্রাঙ্গনে এ কার্যক্রম উদ্বোধন করেন রাঙামাটি জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব এসএম ফেরদৌস ইসলাম।
এ সময় পৌর কাউন্সিলর রবি মোহন চাকমা, আশিকা নির্বাহী পরিচালক বিপ্লব চাকমা, কারিতাস বাংলাদেশ চট্টগ্রাম অঞ্চলের টিম লিডার মাজহারুল ইসলাম, রাঙামাটি প্রেসক্লাবের সভাপতি সাখাওয়াত হোসেন রুবেল।
প্রসঙ্গত গত আগস্টে প্রথম সপ্তাহে পাহাড় ধসে কম বেশি রাঙামাটি শহরে ২ শতাধিক পরিবার ক্ষতিগ্রস্ত হয়।
বেশি ক্ষতিগ্রস্ত এমন ১০০ পরিবারকে বৃহস্পতিবার নগদ ৫ লাখ ৫০ হাজার টাকা ছাড়াও ত্রাণ সহায়তার উদ্যোগ নেয় কারিতাস ও আশিকা ডেভেলপমেন্ট এসোসিয়েটস্।