রাঙামাটিতে কমিউনিটি পুলিশিং ডে পালিত ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। শনিবার সকালে জেলা পুলিশের আয়োজনে কোতোয়ালী থানার মাঠ প্রাঙ্গণে কমিউনিটি পুলিশিং ডে ২০২৩ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এবারে কমিউনিটি পুলিশিংয়ের প্রতিপাদ্য হলো পুলিশ জনতা ঐক্য করি,স্মার্ট বাংলাদেশ গড়ে তুলি। এতে সভাপতিত্ব করেন, পুলিশ সুপার মীর আবু তৌহিদ বিপিএম(বার)।
অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা প্রশাসক মোহাম্মদ মোশারফ হোসেন খান বলেন, পুলিশ এবং জনতা একসাথে অপরাধ প্রতিরোধে কাজ করবে এ উদ্দেশ্যকে সামনে রেখে কমিউনিটি পুলিশিং গঠন করা হয়েছিল। কমিউনিটি পুলিশিং অপরাধ দমনে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। কমিউনিটি পুলিশকে আরও বেগবান করতে হলে সকলের সহযোগিতা দরকার।
অনুষ্ঠানের সভাপতি ও রাঙামাটি পুলিশ সুপার মীর আবু তৌহিদ বিপিএম (বার) বলেন,অপরাধ দমন,চিন্তাই,বাল্য বিবাহ রোধ, খুন গুম,চুরি,ডাকাতি অসামাজিক কার্যকলাপ রোধে জনগণের স্পৃক্ততায় কমিউনিটি পুলিশিং এর ভূমিকা অপরিসীম। যে কোন বিষয়ে কমিউনিটি পুলিশিং জনগণকে সাথে নিয়ে স্ব-স্ব এলাকায় কাজ করতে পারেন সে লক্ষে কমিউনিটি পুলিশিংকে সহযোগিতা করতে সকলের প্রতি আহবান জানান পুলিশ সুপার। কমিউনিটি পুলিশিং যে কোন অপরাধ নিয়ে সহজে পুলিশের কাছে যেতে পারে সেই জন্য প্রতিটি ওয়ার্ডে ওয়ার্ডে কমিউনিটি পুলিশিং কমিটি গঠন করা হয়েছে।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও ক্রাইম) মারুফ আহমেদ, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ জাহেদুল ইসলাম, পৌর মেয়র আকবর হোসেন চৌধুরী,সদর উপজেলা চেয়ারম্যান শহীদুজ্জামান মহসিন রোমান, জেলা পরিষদের সাবেক সদস্য মনিরুজ্জামান মহসিন রানা ও কোতয়ালী থানার অফিসার ইনচার্জ ওসি আরিফুল আমিনসহ আরো অনেকে।