খাগড়াছড়ি বাজারের ব্যবসায়ী মো. শফিকুল ইসলাম রাসেলকে (২৭) অপহরণের ঘটনায় জড়িত থাকায় ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এর মধ্যে ২ জন স্বামী-স্ত্রী রয়েছেন। পৃথক অভিযানে গত দু’দিনে তাদের চট্টগ্রাম ও খাগড়াছড়ির দীঘিনালা থেকে আটক করা হয়।
বৃহস্পতিবার (২৩ নভেম্বর) দুপুরে পুলিশ সুপারের কার্যালয়ে প্রেসব্রিফিং করে এই তথ্য জানান খাগড়াছড়ি পুলিশ সুপার মুক্তা ধর।
পুলিশ সুপার জানান, গ্রেফতারকৃতদের তথ্যের ভিত্তিতে অপহৃত রাসেলকে উদ্ধারের চেষ্টা চলছে। জুয়া খেলায় লেনদেনের জেরে রাসেলকে অপহরণ করা হয় বলেও জানান তিনি। এই ঘটনায় ক্লু উদঘাটনের কাছাকাছি পৌছাতে সম্ভব হয়েছে।
সদর থানার ওসি তানভির হাসান জানান, মিয়া ধন চাকমা (২৭) ও তার স্ত্রী সন্ধ্যা চাকমাকে (২৪) চট্টগ্রামের বায়েজিদ এলাকা থেকে এবং ধনঞ্জয় চাকমাকে (৫৫) জেলার দীঘিনালা থেকে আটক করা হয়েছে। আজ বৃহস্পতিবার তাদেরকে আদালতে সোদর্প করে রিমান্ড আবদেন করা হয়েছে।
উল্লেখ্য, গত ০৯ নভেম্বর খাগড়াছড়ি-দীঘিনালা সড়কের আমবাগান এলাকায় অপহৃত হন রাসেল (২৭)। পরিবারের কাছ থেকে দেড় লাখ টাকার মুক্তিপণ নিয়েও তাকে ছেড়ে দেয়নি অপহরণকারীরা।