খাগড়াছড়িতে লিডারশীপ টু এনসিউর এডইকুয়েট নিউট্রিশন (লীন) প্রকল্প’র উদ্যোগে নিউট্রিশন সেনসিটিভ প্রোগ্রামিং সম্পর্কিত শেয়ারিং এবং প্রকল্পের কার্যক্রম সমাপ্তকরণ বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার(১৩ফেব্রুয়ারি) দুপুরের দিকে খাগড়াছড়ি জেলা সদরের একটি বেসরকারী হোটেলের হলরুমে এ প্রকল্পের কার্যক্রম সমাপ্তকরণ সভা অনুষ্ঠিত হয়।
সভায় জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ ছাবের এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত প্রশাসক স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের উপ- পরিচালক নাজমুন আরা সুলতানা।
সভায় লিন প্রকল্পের বিগত সময়ে কার্যক্রম নিয়ে অবহিত করা হয়।
এ সময় বক্তারা বলেন প্রকল্পটি এলাকার জন্য খুব গুরুত্বপূর্ণ ছিলো। কারন দুর্গম ও প্রত্যান্ত এলাকার খেতে খাওয়া মানুষের জন্য এ প্রকল্পের কাজ ছিলো।
উল্লেখ্য যে প্রকল্পটি ইউরোপীয় ইউনিয়নের আর্থিক সহযোগীতায় ২০১৮ সালের আগস্ট মাসে গর্ভবতী নারী ও শিশুদের জন্য প্রকল্পের শুরু হয়েছিল।
এ সময় জেলা পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক মোঃ ফারুক আবদুল্লাহ, জেলা মৎস্য কর্মকর্তা ড. মোঃ আরিফ, খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়নের সভাপতি প্রদীপ চৌধুরীসহ বিভিন্ন সরকারী-বেসরকারী কর্মকর্তারা উপস্থিত ছিলেন।