কাপ্তাই থানা পুলিশ অভিযান চালিয়ে গাঁজা সহ দু’জনকে আটক করেছে। আটক ব্যাক্তিদের বিরুদ্ধে মাদক আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে।
থানা সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে কাপ্তাই থানার ওসি মোঃ আবুল কালামের নির্দেশে এসআই ফিরোজ আলম, এএসআই মুরাদ, এএসআই যতিন্দ্র ত্রিপুরা, এটিএসআই রুমন তালুকদার ও সঙ্গীয় ফোর্স গত শনিবার রাতে থানাধীন কাপ্তাই জেটিঘাট এলাকায় অভিযান চালায়।
এসময় মোঃ কামাল উদ্দিন(৫৫) ও ইকরামুল মিয়া (২৫) কে ৯৬ গ্রাম গাঁজা সহ হাতেনাতে আটক করে। আটক ব্যাক্তিদের বিরুদ্ধে কাপ্তাই থানায় মাদক আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। আটককৃতদের রোববার রাঙামাটি জেলা বিজ্ঞ আদালতে সোর্পদ করা হয়েছে।