বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) কতৃক পরিচালিত বিভিন্ন শুমারি ও জরিপ পরিচালনার মাধ্যমে দেশের আর্থ-সামাজিক ও জনতাত্ত্বিকসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পরিসংখ্যান প্রণয়ন করে থাকে। বিবিএস কতৃক পরিচালিত প্রধান শুমারিসমূহ হলো জনশুমারি ও গৃহগণনা- ২০২৪, কৃষি শুমারি ও অর্থনৈতিক শুমারি। এই শুমারি সমূহ প্রতি দশ বছর অন্তর অন্তর অনুষ্ঠিত হয়।
এরই ধারাবাহিকতায় সারা বাংলাদেশের ন্যায় কাপ্তাই উপজেলায় গত ০৭/০৭/২৪ খ্রি. হতে ২৬/০৭/২৪ তারিখ পর্যন্ত অর্থনৈতিক শুমারি- ২০২৪ এর লিস্টিং কার্যক্রম অনুষ্ঠিত হয়। কাপ্তাই উপজেলাকে তিনটি জোনে বিভক্ত করা হয়েছে। চন্দ্রঘোনা ও ওয়াগ্গা ইউনিয়ন নিয়ে ১ নং জোন, রাইখালী ইউনিয়ন ২ নং জোন ও কাপ্তাই ও চিৎমরম ইউনিয়ন নিয়ে ৩ নং জোন গঠন করা হয়েছে। লিস্টিং কার্যক্রমে কাপ্তাই উপজেলায় বিভিন্ন, সরকারী, বেসরকারী, স্বায়িত্বশাসিত, দোকান, ধর্মীয় প্রতিষ্ঠান, প্রাতিষ্ঠানিক কৃষি খামারসহ অন্যান্য সকল ধরনের স্থায়ী ও অস্থায়ী ব্যাবসা প্রতিষ্ঠান হিসেবে মোট প্রতিষ্ঠান পাওয়া গিয়েছে ২৫৭১টি এবং কৃষি বহির্ভূত অর্থনৈতিক কর্মকান্ডেসম্পন্ন যেমন ঘরে বসে বাঁশ বেতের কাজ, সেলাইয়ের কাজ, তাঁতের কাজ, ফ্রি-ল্যান্সিং এর কাজ, নিজের সিএনজি বা মোটর বাইকে মালামাল পরিবহনের কাজ ইত্যাদি এমন খানা পাওয়া গিয়েছে ১২৫০ টি।
“অর্থনৈতিক শুমারিতে তথ দিন, নতুন বাংলাদেশ বিনির্মাণে অংশ নিন” এই প্রতিপাদ্য সামনে রেখে অর্থনৈতিক শুমারি-২০২৪ এর মূল তথ্য সংগ্রহ কার্যক্রম আগামী ১০-২৬ ডিসেম্বর, ২০২৪ খ্রি. দেশব্যাপী অনুষ্ঠিত হচ্ছে। এই উপলক্ষে কাপ্তাই উপজেলায় ০৬ ডিসেম্বর হতে ০৯ ডিসেম্বর, ২০২৪ খ্রি. ৪ দিন ব্যাপী তিনটি জোনে আইটি সুপারভাইজার, সুপারভাইজার ও গণনাকারীদের প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। ১নং জোনে ৪জন সুপারভাইজার ও ১৭ জন গণনাকারী নিয়ে প্রশিক্ষক জনাব মো. ইকবাল হোসেন, জোনাল অফিসার বড়ইছড়ী সরকারী প্রাথমিক বিদ্যালয়ে প্রশিক্ষণ প্রদান করেন। উক্ত প্রশিক্ষণ উদ্বোধন করেন জনাব মো. ফজলে রাব্বি মজুমদার, পরিসংখ্যান কর্মকর্তা ও ডিসিসি-০২। ২নং জোনে ৩জন সুপারভাইজার ও ১৬ জন গণনাকারী নিয়ে প্রশিক্ষক শুকলাল দাশ, জোনাল অফিসার কাম ইউসিসি প্রশিক্ষণ প্রদান করেন। উক্ত প্রশিক্ষণ উদ্বোধন করেন রাইখালী ইউনিয়ন প্যানেল চেয়ারম্যান মো. সেলিম। ৩নং জোনে ৫ জন সুপারভাইজার ও ২১ জন গণনাকারী নিয়ে প্রশিক্ষক মুহাম্মদ ইব্রাহীম, জোনাল অফিসার প্রশিক্ষণ প্রদান করেন। উক্ত প্রশিক্ষণ উদ্বোধন করেন কাপ্তাই উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ মাহবুব হাসান। জাতীয় ও গুরুত্বপূর্ণ কাজ সুষ্ঠু ও সুচারুরূপে বাস্তবায়নের লক্ষে মো. ফজলে রাব্বি মজুমদার, পরিসংখ্যান কর্মকর্তা ও ডিসিসি-০২, তথ্য সংগ্রহকারীদের তথ্য প্রদানে উপজেলা প্রসাশন, পুলিশ, সেনাবাহিনী, বিজিবি, আনসার, সরকারী সকল দপ্তর, জনপ্রতিনিধি, সুশীল সমাজ ও সাংবাদিকগণের সহযোগিতা কামনা করেন।
এদিকে বৃহস্পতিবার কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের তথ্য প্রদান করছেন উপজেলা নির্বাহী অফিসার জনাব জিসান বিন মাজেদ।