রাঙামাটির কাউখালী উপজেলার দুর্গম ফটিকছড়ি ইউনিয়নের ডাবুয়ায় অবৈধ দুই ইটভাটা সিবিএম ব্রিকস ও কেবিবি ব্রিকসকে এক লাখ টাকা জরিমানা আদায় করেছে উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। একইসাথে ইটভাটা দুটি ফায়ারসার্ভিসের মাধ্যমে পানি দিয়ে ভিজিয়ে সম্পূর্ণভাবে বন্ধ করে দেয়া হয়েছে।
আজ (১৫ জানুয়ারি) সকাল থেকে দুপুর পর্যন্ত কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রট কাজী আতিকুর রহমান এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এসময় পরিবেশ অধিদপ্তর, বনবিভাগ সহ পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
অভিযানে এক হাজার মণ জ্বালানী কাঠ জব্দ করে কাশখালী রেঞ্জ বিট অফিসারের জিম্মায় দেয়া হয়েছে। এসময় ইটভাটা বন্ধের নোটিশ টাঙিয়ে দেয়া হয়েছে।
অভিযান কাউখালী থানা পুলিশ, পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মো: মমিনুল ইসলাম, কাশখালী রেঞ্জ অফিসার, ফটিকছড়ি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও কাউখালী উপজেলা ফায়ারসার্ভিসের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
এরই মধ্য দিয়ে পার্বত্য তিন জেলার সকল ইটভাটা বন্ধ করার বিষয়ে মহামান্য হাইকোর্টের নির্দেশনার অংশ হিসেবে কাউখালী উপজেলার ১৫ টি ইটাভাটার সবকয়টি বন্ধ করা সংক্রান্ত মহামান্য হাইকোর্টের নির্দেশনা প্রতিপালন করা হলো।
কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী আতিকুর রহমান বলেন -পুরো অভিযানে সবমিলিয়ে ১৩ লাখ ৮০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। ২৩ হাজার ঘনফুট কাঠ জব্দ করে পরবর্তী কার্যক্রমের জন্য বনবিভাগের জিম্মায় দেয়া হয়েছে। কয়েক লক্ষ কাঁচা ইট ধ্বংস করা হয়েছে। এছাড়া ফায়ারসার্ভিসের মাধ্যমে পানি দিয়ে ভিজিয়ে ভাটার আগুন নিভিয়ে বন্ধ করে দেয়া হয়েছে।একইসাথে প্রত্যেকটি ইটভাটায় ভাটা বন্ধের নোটিশ টাঙিয়ে দেয়া হয়েছে।